সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসবঃ মাযহার পিন্টু

অতিথি লেখক

Sharing is caring!

বরেণ্য অভিনেতা, নির্দেশক, নাট্যকার ও নাট্যশিক্ষক সৈয়দ মহিদুল ইসলামের ১৯তম প্রয়াণ দিবস স্মরণে প্রতিবছরের মতো এ বছরও ব্যতিক্রম নাট্যগোষ্ঠী আয়োজন করেছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব-২০২১। ১২ নভেম্বর পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে চলছে এ আয়োজন। ব্যতিক্রমের ৪৫ বছর পদার্পণের এ আয়োজনে ব্যতিক্রম ছাড়াও দেশের আরও সাতটি দল নাটক প্রদর্শনীতে অংশ নেবে। উদ্বোধনী দিনে মঞ্চায়ন হবে থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘কোট মার্শাল’। এ ছাড়া উৎসবে নাট্যচক্র ‘একা এক নারী’, ব্যতিক্রম নাট্যদল ‘পাখি’, সংলাপ গ্রুপ থিয়েটার ‘বোধ’, শব্দ নাট্যচর্চা কেন্দ্র ‘চম্পাবতী’, চট্টগ্রামের নান্দিমুখ ‘তবুও মানুষ’, প্রাঙ্গণেমোর ‘কনডেম সেল’ ও লোক নাট্যদল ‘সোনাই মাধব’ মঞ্চায়ন করবে।
মানুষের সংগ্রামের ইতিহাসকে উপজীব্য করে শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো নান্দীমুখ প্রযোজিত নাটক ‘তবুও মানুষ’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। অমল রায়ের ‘কেননা মানুষ’ অবলম্বনে নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন অভিজিৎ সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- অভিজিৎ সেনগুপ্ত, বিকিরণ বড়ুয়া, সজীবুর রহমান, স্নিগ্ধা রজত বৃষ্টি, সাইদুর রহমান সাইদ, অন্বেষা মজুমদার, ফাইয়াজ রাকিন নূর, সুজিত দাশ, মিজানুর রহমান, আশীষ নন্দী প্রমুখ।

Print Friendly, PDF & Email

Sharing is caring!