এক মুশাররাফ করিমঃ আতা সরকার

অতিথি লেখক

Sharing is caring!

এক মুশাররাফ করিম
এক তিলোত্তমা কাল
উন্মাতাল কবিতার শহর
………………………………………………………………..
বুদ্ধিবৃত্তিক মননচর্চা সংস্কৃতির শহর ময়মনসিংহ | মহুয়া মলুয়া গান গীতিকার দেশ |
এ শহরে আধুনিক কবিতার অভিঘাত সত্তরের দশকে |টগবগে তরুণ কবিদের অঘোষিত আড্ডা জমে ওঠে এক কবিতাপত্রকে কেন্দ্র করে | তিলোত্তমা | আর তার মধ্যমণি মুশাররাফ করিম |
কবি নই | তারপরও কোন্ মোহ টানে প্রথম থেকেই জড়িয়ে যাই এর সাথে | প্রায় প্রতিটি সংখ্যায় লিখতে হয়েছে | প্রবন্ধ | নামে বেনামে কবিতাও | লিখতে বাধ্য করেছেন | এভাবে অনেক তরুণকেও | যতদিন ময়মনসিং ছিলাম মুশাররাফ করিমকে ঘিরে আমরা কজন একসাথে ছিলাম |
এরপর সাংবাদিকতা | দৈনিক দেশএ আমরা সহকর্মী ছিলাম |
আমি পেশা পরিবর্তন করি | মুশাররাফ করিম ফিরে যান নিজ শহরে | চিরচেনা ভালোবাসার ময়মনসিংহে |
মুশাররাফ করিম কি প্রিয় শহর ছেড়ে যাচ্ছেন! না | তিনি ফিরে ফিরে আসবেন | তরুণদের কবিতাবেলায় | তিলোত্তমা কালে |

Print Friendly, PDF & Email

Sharing is caring!