রহমান হেনরীর কবিতা

সাহিত্য বাজার

Sharing is caring!

saba-stall

একুশের বইমেলায় সাহিত্যবাজার পত্রিকার স্টল

করতালি ভেসে যাবে, গমগমে কণ্ঠনাদ,
শস্যগোলা ঘিরে রাখা গুণ্ডামির শিস;

তোমাকে ছাড়াই চলতো, চলেছিলো,
চলবে তো পাঁচ-দশ-পনের বা বিশ

এই ঋতু লালবর্ণ; ঝড়ে ঝড়ে, জলোচ্ছ্বাসে
দর্পিত পাহাড়েরও তুলা-ওড়া দিন

কূটরাজা, দাঁত-জিভ এতো এতো রক্তে রঙিন,
উপযোগি রেখো হাত, কোরো না রক্তিম!

চোখ তো মুছতেই হবে! নিঃসঙ্গ গুহায়
দুচোখেই টিকটিকি, মাকড়সার ডিম

জমবে সহজে; এই ঋতু দুঃস্বপ্নকালিবর্ণ
খেরোখাতা লিখো এর কষে!
ক্রদ্ধ কুকুর নয়; ঋতুকে ঋতুই নেবে বশে।

তুমি বর্ণচোরা অতি, ছদ্মবেশি-শীতলার বিষ।

Print Friendly, PDF & Email

Sharing is caring!