বরিশাল সদরে মারাত্মক চমক: চেয়ারম্যান হলেন আব্দুল মালেক

ভ্রাম্যমান প্রতিনিধি

Sharing is caring!

বরিশাল সদর উপজেলায় মারাত্মক চমক: চেয়ারম্যান হলেন আব্দুল মালেক

বিশেষ প্রতিবেদক

আব্দুল মালেক

বরিশাল সদর উপজেলার পাঁচ জন চেয়ারম্যান প্রার্থী। তাদের মধ্যে আলোচিত নাম আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি চরকাউয়া ইউনিয়ন পরিষদের চারবারের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি। এই চারজন প্রার্থীকে নিয়ে গণমাধ্যম ও সংবাদপত্রে নিয়মিত লেখালেখি হলেও অবহেলিত থেকে গেছেন পঞ্চম প্রার্থী আব্দুল মালেক। তাকে কেউ গোনার মধ্যেই আনেন নাই ফলাফল ঘোষণার আগমুহূর্ত পর্যন্ত। সংবাদ কর্মীদের বেশিরভাগ অংশ ব্যস্ত ছিলেন মোটরসাইকেল প্রতীকের এসএম জাকির এবং আনারস প্রতীকের খান মামুনকে ঘীরে। কেননা এদের একজনের পিছনে রয়েছেন সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর সমর্থকদের সমর্থন। অন্যজনকে ঘীরে ছিলেন বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর সমর্থকদের ভিড়। আবার দোয়াতকলম প্রতীকের প্রার্থী মনিরুল ইসলাম ছবির পিছনে ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আওয়ামী লীগের অভ্যন্তরীণ ত্রিমুখী এই লড়াইয়ের ফাঁকে চুপচাপ নিজের প্রচারণা চালিয়ে গেছেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী আব্দুল মালেক এবং ঘোড়া প্রতীকের মাহবুবুর রহমান মধু। মধু নিজেও স্থানীয় সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক শামীম এর ঘনিষ্ঠজন হওয়ায় তাকেও বয়কট করেছে সদর উপজেলার ভোটাররা। ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তারা বেছে নিয়েছেন নির্দলীয় একজন স্কুল শিক্ষক কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীকে। সম্পূর্ণ অপরিচিত একজন স্কুল শিক্ষক আব্দুল মালেক এর আরেকটি পরিচয় হচ্ছে তিনি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী সালাউদ্দিন রিপনের চাচা। আর এই চাচা আব্দুল মালেক দেখালেন নিরব এবং মারাত্মক চমক। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলার গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রার্থীদের পিছনে ফেলে ২৩০০ ভোটে এগিয়ে গেলেন তিনি। এখন পর্যন্ত বেসরকারি ভাবে বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে তিনি জয়ী বলে জানা গেছে।
৮ মে বুধবার সকালে ঝড়বৃষ্টি উপেক্ষা করে ভোটগ্রহণ শুরু হয় বরিশালের দুই উপজেলায়। বরিশাল সদর উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ২৯৯ জন। ১০ ইউনিয়নের ৬৮টি ভোট কেন্দ্রে বিকেল চারটা পর্যন্ত ৩০ ভাগ ভোট পরেছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তারা। যদিও সরজমিনে ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি আরো কম দেখা গেছে। যে কজন ভোটার ভোট দিয়েছেন তাদের মধ্যে নারী ভোটারদের সংখ্যা ছিলো বেশি। আর এই নারীদের ভোটেই নির্বাচিত হয়েছে বরিশাল সদর উপজেলার আগামীর চেয়ারম্যান। আব্দুল মালেক এর প্রাপ্ত মোট ভোট ১৯৭১৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী এসএম জাকির হোসেন, তিনি পেয়েছন ১৭ হাজার ৩১৪ ভোট। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদুল হক খান মামুন পেয়েছেন ১৪ হাজার ১৪১ ভোট, ঘোড়া প্রতীকের মাহবুবুর রহমান মধু ১১ হাজার ১৭০ ভোট ও দোয়াত কলম প্রতীকের ৭ হাজার ৮৬৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বই প্রতীকের মাহিদুর রহমান। এ পদের হাদিস মীর তৃতীয় ও শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ চতুর্থ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ্যাড হালিমা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাস প্রতীকের নেহার বেগম।
বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদের একটি কক্ষে রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সী ভোটের এই ফলাফল ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email

Sharing is caring!