আমীরুল ইসলামের ‘কোনালের বাবাবন্ধু ও অন্যান্য গল্প’
আজ ২৭ জুন। আমার মায়ের মৃত্যুবার্ষিকী। সকালে ঘুম ভাঙতেই মায়ের হাসিমুখ আমার মুখের সামনে। ছবির মা যেন জীবন্ত হয়ে গেছেন। আমার দিকে তাকিয়ে বললেন, কিরে বাছা, আজ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। কবরস্থানে যাবে না?
– মাকে মনে পড়ে’ নামের এই এশটি গল্পেই পাঠকের ভাবনা ও আবেগ ছুঁয়ে যায় লেখকের চিন্তা। ছোটদের জন্য লেখা গল্পে নাড়া দেয় বড়দের আমিত্বকে। ছড়াকার আমীরুল ইসলাম তার কোনালের বাবাবন্ধু ও অন্যান্য গল্পগ্রন্থে এভাবেই ১৪টি গল্পকে গেঁথেছেন খুদে পাঠকের উপযোগি করে।
রতন ও ঘোড়ার নাম রাজা, আলী হোসেন স্যার, ঈদের দিন, রবীন্দ্রনাথ, ঘুম ভাঙার পরে, সাদা ভাত, যুদ্ধ কখনো শেষ হয় না, একদিন আমিও একুশের ভোরে, বই মেলার গল্প, কোনালের বাবাবন্ধু, চাঁদের দেশে ও তালগাছ, আমি মায়ের কাছে যাব এবং বঙ্গবন্ধুর মৃত্যু নেই নামের গল্পগুলো নিয়ে স৭াজানো এই গ্রন্থের প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। শব্দশৈলী প্রকাশিত ৫০ পৃষ্ঠার এই বইটির মূল্য ১০০ টাকা।