আঁধারকাল
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে অগম্যপ্রায় গহীন বনাঞ্চল সুন্দরবনের অভ্যন্তরে চলে যাওয়া মানসিক যন্ত্রণাক্লিষ্ট এক সাধারণ ফেরারী যুবকের আত্ম অনুসন্ধানের অসাধারণ কাহিনী। দেশের স্বাধীনতাযুদ্ধের শুরুতেই তার জীবনের এক অধ্যায়ের অকস্মাৎ সমাপ্তি ঘটে গেলে সূচনা হয় আরেক অধ্যায়ের। যখন তার জীবনের সাথে ঘটনাচক্রে জড়িয়ে গেছে এক নারী ও আরো কিছু মানুষ। যাদেরকে অবলম্বন করে সে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। চারিদিকে তখন শুধু মৃত্যুর মিছিল। আগুনের লেলিহান শিখায় জ্বলেপুড়ে ছারখার সব। অনেকটা এভাবেই বইয়ের ফ্লাফে দেয়া আছে গল্পের কাহিনী সংক্ষেপ। সাংবাদিক ও লেখক অরূপ তালুকদারের প্রকৃত পরিচয় তিনিও একজন মুক্তিযোদ্ধা। বরিশালে বরগুনায় ১৯৪৪ সালের ৬ জানুয়ারি জন্ম নিয়ে এই বরিশালের মাটিতেই তার বেড়ে ওঠা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন সৈনিক অরুপ তালুকদার নিজের াভিজ্ঞতাকে তুলে ধরেচেন মুক্তযুদ্ধভিত্তিক উপন্যাস আঁধারকাল গ্রন্থে। এটি বাজারে এসেছে ২০১৪ এর বইমেলায়। সাহিত্যমালা থেকে প্রকাশিত ১৩০ পৃষ্ঠার এ বইটির মূল্য লেখা আছে ১৫০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন উত্তম দাস।
দ্য হোস্ট
আন্তর্জাতিক বেস্ট সেলার খ্যাত সায়েন্সফিকশান গল্পগ্রন্থ দ্র হোস্ট স্টিফেন মেয়ারের অন্যতম রচনা। বাংলাদেশের পাঠকের জন্য এ বইটির অনুবাদ করেছেন প্রিন্স আশরাফ। দ্য হোস্ট মানুষের শরীর ও মনে জায়গা করে নেয়া ভিন্ন এক প্রাণীর গল্প কাহিনী। বইয়ের প্লাপে লেখা কাহিনী সংক্ষেপ – পৃথিবী এমন একটা প্রজাতি দ্বারা আক্রান্ত হলো যারা মানুষের শরীরে বাস করে মানুষের মনে জায়গা করে নেয় এবং অধিকাংশ মানুষ শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয়। মিলানী স্ট্রাইভার এমনই একজন – প্রাণপণ চেষ্টার পরও অস্বকৃতি জানালো অদৃশ্য হয়ে যেতে ওয়ান্ডারার… আত্মা। মেলানীর শরীরে বাস করা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। বিচিত্র মানসিক অনুভুতি আর স্মৃতির বেড়াজাল। মেলানী আর ওয়ান্ডারার েএকটা মানুষকে খুঁজতে থাকে। যাকে আবার তারা দুজনেই ভালোবাসে। কিন্তু বাইরের একটি অদৃশ্য মক্তি তাদের বাধা হয়ে দাঁড়ায়। কে জিতবে, মিলানী নাকি ওয়ান্ডারার? জানতে হলে অবশ্যই পড়তে হবে ৪৫০ পৃষ্ঠার দ্য হোস্ট। প্রিন্স আশরাফের সাবলীল অনুবাদ গ্রন্থ দ্য হোস্ট প্রকাশ করেছেন মোঃ নুরুল ইসলাম, ঝিনুক প্রকাশনী। মূল্য ৪০০ টাকা।