আইরীন নিয়াজী মান্না’র অনুছড়া
অণুছড়া-৮৬
আমি চমকে চমকে থমকে দাড়াই
তোদের ছবি দেখে,
আমি মধুর সুরেতে অনেক দূরেতে
স্বপ্ন যাই একে।
আমি চমকে চমকে হাত যে বাড়াই
সোনালি সে শৈশব,
অণুছড়া-৮৬
আমি চমকে চমকে থমকে দাড়াই
তোদের ছবি দেখে,
আমি মধুর সুরেতে অনেক দূরেতে
স্বপ্ন যাই একে।
আমি চমকে চমকে হাত যে বাড়াই
সোনালি সে শৈশব,
তুমি যাও বন্ধু, আমরাও আসিতেছি
অনাদী পথের সাথী হতে
তোমার পিছু পিছু
আজ নয়তো কাল আসতেই হবে, হতেই হবে এ পথের যাত্রী।
এখানে তুমি সাথীহীন হলেও ওখানে