এমন একজন মানুষ কি কোথাও নাই
একটা মানুষ
ভালো মানুষ
একটা নেতা
সেবক নেতা
একটা কবি
মহৎকবি আর
দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ
একটা লেখক আমার চাই।
কেউ কি আছেন, এমন কেউ ভাই।।
এমন একজন মানুষ
একটা মানুষ
ভালো মানুষ
একটা নেতা
সেবক নেতা
একটা কবি
মহৎকবি আর
দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ
একটা লেখক আমার চাই।
কেউ কি আছেন, এমন কেউ ভাই।।
এমন একজন মানুষ
পুরনো শহর মানে-স্মৃতির শহর,
বহুদিন পর সেই পুরনো স্মৃতির শহরে ফেরা মানে-
স্মৃতির আয়নায় নিজেকে মুখোমুখি দাড় করানো….
কত স্মৃতি,কত মুখ
কত উদাস দুপুর,বিষন্ন গোধূলী, জোছনা-মাখা
জন্ম নিয়ে ধন্য করলে
বাংলা আমার
তোমার জন্মে লাঘব হয়েছে
সাহিত্যের আকাল। (গোধুলী রাঙানো কবি সৈয়দ শামসুল হককে উৎসর্গিত: আজ তারও জন্মদিন)