চন্দনকৃষ্ণ পাল
দিগন্তহীন আকাশে পাখা মেলে উড়ি
মহাশূন্য গিলে ফেলে এক লহমায়
তারপর হজম ক্রিয়া হতে হতে উড়ে চলা –
এমন অদ্ভুত কান্ডে জড়িয়ে রয়েছি ।
দীপান্বিতা এলে
নিকষ অন্ধকারে
প্রদীপ হবার ইচ্ছে দানা বেঁধে ওঠে ।
আরো কত ইচ্ছে আজ
প্রদীপের সলতে হয়ে যায়
নিটোল আলোতে পুড়ে,
পুড়ে পুড়ে অন্ধকার গাঢ় করে আরো ।
অনুক্ষণ স্বপ্নে থাকি মানুষ-দেবতা ।
চন্দনকৃষ্ণ পাল
সম্পাদক, ছড়াপত্র
ট্রেনিং একাডেমী ভবন(৫ম তলা),পবিবো (৫ম তলা), নিকুঞ্জ-২,খিলক্ষেত,ঢাকা-১২২৯।
সেলফোনঃ ০১৭১২ ৫৯৩২০০, ০১৬৭৭ ১৩৪৬৫৬
Email:chandankrishnapaul@gmail.com