“তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আগামী ২৮-২৯শে ফাল্গুন ১৪২২/ ১১ ও ১২ই মার্চ ২০১৬ তারিখ শুক্রবার ও শনিবার শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, শাহবাগ, ঢাকায় দুই দিনব্যাপী ‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব’ -এর আয়োজন করতে যাচ্ছে কণ্ঠশীলন। এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সাহিত্যের বাচিক চর্চা ও প্রসারের এই সংগঠনটি। এই উৎসব উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্যউপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। উৎসবে ওয়াহিদুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন মঞ্চসারথী আতাউর রহমান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
বুধবার, ৯ই মার্চ, ২০১৬ সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানালেন কণ্ঠশীলন সংশ্লীষ্ট আলোচকবৃন্দ। আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মীর বরকত। এ সময় উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার, আহমাদুল হাসান হাসনু, রইস উল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, নমিতা খান, শিরিন ইসলাম, লিটন বারুরী, সালাম খোকন, অনন্যা গোস্বামী প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন গণমাধ্যম সহযোগী হিসেবে এটিএন বাংলার প্রোগ্রাম ম্যানেজার আসলাম শিকদার, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও সাহিত্য বাজারের সম্পাদক আরিফ আহমেদসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, গত ২৭শে জানুয়ারি ২০০৭ তারিখে শিক্ষাগুরু ওয়াহিদুল হক প্রয়াত হয়েছেন। ওয়াহিদুল হক আমৃত্যু কণ্ঠশীলন ভাবনাকে ধারণ করেছিলেন, তিনি এক স্বপ্ন লালন করেছিলেন যে- কণ্ঠশীলনের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে সারা দেশে কণ্ঠশীলন কার্যক্রমকে ছড়িয়ে দেয়া। আমরা তাঁর সেই স্বপ্ন এবং কণ্ঠশীলন কর্মকা- বাস্তবায়ন লক্ষ্যে কণ্ঠশীলন দীক্ষিত সকল সদস্যদের মাঝে এই পরিকল্পনা ছড়িয়ে দেয়ার ব্রত নিয়ে দুই দিনের এই অনুষ্ঠানমালার কার্যক্রম হাতে নিয়েছি। কণ্ঠশীলন উত্তীর্ণ ১ম থেকে ৮৫তম আবর্তনের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও তাঁদের ভাবনাসমূহ গ্রহণের মধ্য দিয়ে কণ্ঠশীলন ওয়াহিদুল হকের কর্মকা-ের বাস্তবায়ন রূপরেখা প্রয়াস পাওয়া যাবে, আমরা তাই আশা করি। এই আয়োজন কেবল অনুষ্ঠান নয়, কেবল পুনর্মিলন নয়, এই আয়োজন দেশের সকল সাংস্কৃতিক কর্মীর এক বৃহৎ উৎসবে পরিগণিত হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে উল্লেখ করতে চাই যে, আগামী মাসে কণ্ঠশীলন তার ৩২ বছর পূর্ণ করছে। এবং কণ্ঠশীলন বিদ্যায়তন-কর্মশালার ৮৫তম আবর্তন (ব্যাচ) সম্পন্ন করতে যাচ্ছে। এই আনন্দ আমরা দেশের সকল সংস্কৃতিমান মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।
ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব ২০১৬
প্রথম দিন: ২৮শে ফাল্গুন ১৪২২ / ১১ই মার্চ ২০১৬ – শুক্রবার
সকাল ১০টা : জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায়- সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, ঢাক-ঢোল – রামেশ্বর ও তাঁর দল
স্বাগত বক্তব্য : মীর বরকত, আহ্বায়ক, ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব – ২০১৬ উদ্যাপন পরিষদ
প্রধান অতিথি : ইকবাল সোবহান চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
বিশেষ অতিথি : গোলাম কুদ্দুছ, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আহ্কাম উল্লাহ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, ঝুনা চৌধুরী, সভাপতিম-লীর সদস্য, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, মান্নান হীরা, সভাপতি, বাংলাদেশ পথনাটক পরিষদ, হাবীবুল্লাহ সিরাজী, উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় কবিতা পরিষদ, ফকির আলমগীর, সভাপতি, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ
সভাপতি : আহমাদুল হাসান হাসনু, সভাপতি, কণ্ঠশীলন
অনুষ্ঠান পরিচালনায় : গোলাম সারোয়ার, প্রশিক্ষক ও নির্দেশক, কণ্ঠশীলন
সকাল ১১:৩০ মিনিট : শোভাযাত্রা; আরম্ভকথা: মোস্তফা কামাল
দুপুর ২:৩০ মিনিট : আবর্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, কথন পর্ব
বিকেল ৫টা : সমবেত সঙ্গীত – উদীচী শিল্পী গোষ্ঠী
বিকেল ৫.১৫ মিনিট : ওয়াহিদুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন- মঞ্চসারথি আতাউর রহমান
সন্ধ্যা ৫.৪৫ মিনিট : শিশুদের পরিবেশনা – খেলাঘর
সন্ধ্যা ৬ টা : চাঁদ বণিকের পালা (প্রথম পর্বের শ্রুতিরূপ)। রচনা: শম্ভু মিত্র, নির্দেশনা: গোলাম সারোয়ার
সন্ধ্যা ৭ টা : দলীয় আবৃত্তি: স্বরশ্রুতি, স্বরকল্পন ও একক আবৃত্তি- অধ্যাপক কাজী মদিনা, কাজী আরিফ, লায়লা আফরোজ, বেলায়েত হোসেন, এনামুল হক বাবু, হাসান আরিফ, মাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ইকবাল খোরশেদ, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, রেজীনা ওয়ালী লীনা, ফয়জুল আলম পাপ্পু, আহসান উল্লাহ তমাল ও কবি এ.এফ আকরাম হোসেন
দ্বিতীয় দিন: ২৯শে ফাল্গুন ১৪২২ / ১২ই মার্চ ২০১৬ – শনিবার
সকাল ১০টা : জাতীয় সঙ্গীত – কণ্ঠশীলনের শিল্পীবৃন্দ
স্বাগত বক্তব্য : রইস উল ইসলাম, সাধারণ সম্পাদক, কণ্ঠশীলন
সকাল ১০:.১৫ মিনিট : আবর্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, কথন পর্ব
সকাল ১১:৪৫ মিনিট : সমবেত সঙ্গীত – ঋষিজ শিল্পী গোষ্ঠী
সকাল ১১:৫৫ মিনিট : ব্রতচারী নৃত্য – তক্ষশীলা
দুপুর ১২:১০ মিনিট : আবর্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, কথন পর্ব
বিকেল ৩ টা : সমবেত সঙ্গীত – কল্যাণপরম্পরা
বিকেল ৩:১৫ মিনিট : অভিজ্ঞানপত্র বিতরণ অনুষ্ঠান – প্রদায়ক গুণিন – সৈয়দ হাসান ইমাম
বিকেল ৫টা : ওয়াহিদুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
বিকেল ৫:৩০ মিনিট : শিশুদের পরিবেশনা – কল্পরেখা
বিকেল ৫:৪৫ মিনিট : দলীয় আবৃত্তি: আবৃত্তি একাডেমি, স্বরব্যঞ্জন, ধ্বনি
সন্ধ্যা ৬:৩০ মিনিট : নৃত্য পরিবেশনায় – বহ্নিশিখা
সন্ধ্যা ৬:৪৫ মিনিট : একক আবৃত্তি – শব্দসৈনিক আশরাফুল আলম, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, রূপা চক্রবর্তী, ইস্তেকবাল হোসেন, মাশকুর-এ সাত্তার কল্লোল, মজুমদার বিপ্লব, ফয়জুল্লাহ সাঈদ, ড.শাহাদৎ হোসেন নিপু, মাসুম আজিজুল বাশার, অনন্যা লাবণী পুতুল, সোহেল আনোয়ার, ফখরুল ইসলাম তারা, শরীফ মজুমদার
রাত ৭:৪৫ মিনিট : বাউল সঙ্গীত – অচিনপাখি বাউল সমিতি, কুমিল্লা। পরিচালনায়: বাবুল বাউল
রাত ৮.৩০টা : জাতীয় সঙ্গীত
(সমাপ্তি)