৫ অক্টোবর শনিবার বিশ্ব শিক্ষক দিবস।
এই দিনে আমাদের শিক্ষকদের কাছে একটাই প্রত্যাশা- দয়া করে ফিরিয়ে দিন আমাদের শিক্ষকদের সেই হারানো ঐতিহ্য।যে শিক্ষককে দেখে শ্রদ্ধায় নত হয় মাথা, যে শিক্ষককে ছাড়া সমাজের বিচার আচারসহ কোনো কাজ সম্পন্ন হয় না।যে শিক্ষক শুধু শিক্ষক নন, একজন ছাত্রর ২য় পিতাও।
এই বিশেষ দিনে সব শিক্ষক ও ছাত্রদের প্রতি একান্ত অনুরোধ – ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় রাজনীতি মুক্ত করে নিজস্ব, স্বতন্ত্র ছাত্র রাজনীতির প্রতিষ্ঠা করুন ও ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করুন। অন্যথায় সব শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করুন।
আমরা চাই সেই শিক্ষককে তাঁর সম্মানের যোগ্য আসনে অধিষ্ঠিত দেখতে। সেই ছাত্র-ছাত্রীকে দেখতে চাই, যাদের কাছে সাদারণ মানুষ ছুটে যেয়ে যেকোনো বিপদে আশ্রয় ও সমাধান কামনা করবে।
কেউ কি আছেন এই স্বপ্নটুকু বাস্তবতায় পরিণত করে দেখাবেন? আছেন কি কেউ দেশপ্রেমিক এ দেশে- আজ এই শিক্ষক দিবসে এই চিন্তায় প্রতিজ্ঞাবদ্ধ ঐক্য গড়ে তুলবেন?