এখানে ঢাকায় প্রচন্ড গরম
ফসলের মাঠে চৌচির মাটি
কৃষকের ছাতি ফাটে, গাঁও-গ্রাম
দিনাজপুর থেকে পটুয়াখালী
রোড জ্যামে অস্থির জীবন।।
ওখানে তুমিও; কলকাতায়
বনগাঁও থেকে বিরাটি
শিয়ালদহ আর হাওড়া
যানজটে আটকে আছে চিঠি
ব্যর্থ হুতাশে মোছো কপালের ঘাম।।
এখানে দোতলা বাসের
হাইড্রোলিক হর্ণ, একরাশ ভীর ঠেলে
ক্লান্ত দেহ; জানালা চুইয়ে আসা বাতাসে
স্বপ্ন বুনন; উড়োচুল ওড়না।
ওখানে ট্রামে ঝুলন্ত দেহ
পাদানীতে রেখে পা
হাওয়ার ঝাপটায় দুলন্ত শরীর
প্রতিদিন প্রতীক্ষা।