তুষার খেলা
———————
সবার যখন যুদ্ধ যুদ্ধ আতংক
আমরা তখন তুষার খেলায় মত্ত
কতটা বরফজমা হলে পুরো পৃথিবী ঢেকে যেতে পারে,অশ্রগুলো হতে পারে মৃত।
সাম্যবাদ থেকে পুঁজিবাদ, স্নায়ু থেকে ধর্ম
এ কোন রাজনৈতিক ক্রিকেট খেলা
মিত্রশক্তি আর অক্ষশক্তি মাঝ বরাবর
আটলান্টিক আর ভূমধ্যসাগর আম্পায়ার।।
বলিং ভাল হলে ব্যাটিং বিপর্যয়
এক বলে এক রান নতুবা আরেক বিস্ময়!!
একপাশ দাবানল অন্যপাশ শীতল বরফ
প্রকৃতিও হার মেনে নেয় শুধু নেয় না মানব।
অলৌকিক ভ্রুন
—————–
কি এমন ছিল তঁার চোখে
কি নেশায় মত্ত ছিল সে,
যার স্পর্শ পেলে জেগে ওঠে
পচে গলে যাওয়া মৃত লাস!
অতল গভীরের মাছ,প্রলয়কারী ঝড়,সৌরশক্তি মেনেছে হার!
যে শোনালো অমর প্রেমের বানী, আত্মশ্লাঘায় নয় আত্মদানে প্রেম হয়।
ক্ষমা করো ক্ষমা করো এদের, ওরা যে না বোঝার দল।
একটি অলৌকিক ভ্রূণ, অতি সাধারণ মানব
আত্মা ও সত্যে অনন্তকাল।
নস্টালজিক
——-+——
স্মৃতি গুলো কুড়িয়ে রেখেছি উঠোন কোনায়
পুড়িয়ে দিয়ে হবে আজ যেকোন সময়।
কুয়াশারর চাদরে কথামালা
ঢেকে যেতে চায়
এবার বড্ড শীত পরেছে তাই।
ভাপা পিঠের গুরের মাঝে
নারকেল এর সাদা হাসি
কোথা থেকে হঠাৎ বললে
ভালবাসি।
চুপটি করে ধরলে হাত
ভাপা পিঠে ঠান্ডা হয়ে যায়।
কোন এক বিকেলে প্রচন্ড গরমে
পাউডারে ঘ্রান নিতে গিয়ে
সময় ফুরিয়ে যায়
চায়ের কাপটি মিছে কেঁদে বুক ভাসায়।
স্মৃতি গুলো কুড়িয়ে রেখেছি উঠুন কোনায়
উনুনের আগুনে পুড়িয়ে দিতে হবে আজ যেকোন
সময়
পাছে বরষায় ভিজে যেন না যায়।
বাংলাদেশ
মেরী সূর্য্যানী
–—————-
কপলের টিপ একে দেয় লাল বৃত্ত
শাড়ী মিশে যায় দূর্বা সুবুজ ঘাসে
ভাষা বলে দেয় জাতির জাতীয়তা
যুদ্ধজয় দিয়ে যায় সার্বজনীনতা
ঘৃনা জাগায় পাকিস্তানি বোরখা
ভালোবাসা দেয় একটি দেশ
বাংলাদেশ শুধু বাংলাদেশ।