মর্ত্য কাল স্বর্গ হয়েছিল
ফারুক নওয়াজ
সে কী শুধু স্বপ্ন, নাকি সত্যই ছিলো;
কাল রাতে অমরাখানি মর্ত্যে নেমে আসে
রাতভর ঝরেছিল পুষ্পবৃষ্টি; গোপালের প্রেমবাঁশি
করেছে হৃদয়হারা গোপিনী রাধাকে ।
কাল রাতে স্বর্গ ছেড়ে শিব গেছে হিমাদ্রি বিহারে
পার্বতী খিল এঁটে মনসাকে করেছে শাসন;
অমরায় কাল কোনো ফোটেনি কমল,
মদন পুষ্পরথে মর্ত্যে এসে কামজলে ভেজে ।
স্বপ্ন নাকি, সত্যি দেখি দিব্যচোখে সব;
গোপকে বাহিরে রেখে কৃষ্ণে মাতে রাধিকা নন্দনে
বংশিবটের মূলে উলুধ্বনি দিয়েছে উলূপি
উরবো বাজালো সুখে সঙ্গমশাঁখ…
কী সুখ কী সুখ সখি… নেচে ওঠে মেনকা সুন্দরী।
স্বর্গে ফোটেনি কাল আতশ কোনো,
ছিল না ঝুমুরসুর দেবতামহলে ….
কাল গোটা অমরা ছিল মলিননগরী;
মানব-মর্ত্য স্বর্গ হয়ে মেতে ওঠে কৃষ্ণরাধিকায়
কাল রাতে স্বর্গসুখে মর্ত্য নেচেছিল।
২৩.০১২০১৪