বিধাতা দয়াল…
দেখ এই ধরনী ভয়াল
অগ্নিগ্রাসে
চাচ্ছে খেতে
পাচ্ছে যাহা
আকাশ-পাতাল
নদ-নদী-জল…
শুকিয়ে আজ হচেছ খড়া ।
ঘাটের মরা
ঘাটেই থাকে
কেই-বা তা
চাইয়া দেখে
দেশজুড়ে আজ বাড়ছে কোলাহল ।।
রাজনীতির ঐ নষ্ট ঘোড়া
চলছে ছুটে দিশেহারা
দুইনেত্রীর পাতা ফাঁদে
আম-জনতা মরছে কেঁদে
ছেড়ে দে মা কেঁদে বাঁচি
বলতে গেলেও দেবে ফাঁসি
সোনার দেশেও রুপাও যে নাই
কৃষিখাত সেও যাচ্ছে রসাতল।।