বাংলাদেশে প্রথম শুদ্ধ উচ্চারণ, বানান ও আবৃত্তি শিক্ষার শততম আবর্তন সম্পন্ন করেছে কণ্ঠশীলন।
১৯৮৪ সালের ১৫ই এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কণ্ঠশীলন ৪ মাসের আবর্তন (প্রাথমিক পর্যায়) করিয়েছে ১০১টি। আর প্রাথমিকে উত্তীর্ণদের নিয়ে ৩ মাসের আবর্তন (প্রয়োগ পর্যায়) করিয়েছে ৯৯টি।
করোনাকালে অনলাইনে আায়োজিত প্রাথমিক ও প্রয়োগ পর্যায়ে ৬টি আবর্তন ও ৫টি প্রয়োগের প্রতিটির সময় ছিলো ৩ মাস। কণ্ঠশীলন প্রতিষ্ঠালগ্ন থেকে বিরতিহীনভাবে আবর্তন পরিচালনা করে আসছে। ৭ হাজারের বেশি শিক্ষার্থী এখান থেকে আবৃত্তি প্রশিক্ষণ গ্রহণ করেছে।
এখন শুরু হয়েছে ১০২ তম আবর্তনের ভর্তি কার্যক্রম। আগামী ২২শে অক্টোবর কণ্ঠশীলন পরিচালিত শুদ্ধ উচ্চারণ, বানান ও আবৃত্তিশিক্ষার ১০২তম আবর্তনের নবীন বরণ অনুষ্ঠিত হবে।
আগ্রহীরা আবেদন করতে পারেন: www.school.kanthoshilon.org
মুঠোফোন: ০১৫৫২ ৩২৭৩০৫, ০১৭৫১ ৭০৬৯৩৯