এবার পাখিদের জন্য গাওয়া হবে গান। মানুষ যখন প্রকৃতিকে নিজের রূপে গড়ে নিতে ব্যস্ত তখন নিজেদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ মেনে নিয়ে আমরা গাইবো পাখিদের জন্য। সেইসব পাখিদের জন্য যারা আমাদের গান শোনায়, যারা শতশত মাইল দূর থেকে উড়ে আসে এবং যারা প্রতিবেশী হয়ে বাস করে আমদের চারপাশে। ৬ডিসেম্বর শুক্রবার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্ত-মঞ্চে বিকেল ৩টায় শুরু হবে পাখিদের জন্য গানের এই উৎসব। উৎসবে গান গাইবেন শিল্পী কফিল আহমেদ, সমগীত, চিৎকার, সহজিয়া, মনোসরণি, লীলা, Soul Rebel, বিস্কুট, সপ্তসিন্ধু, অন্যস্বর, সূর্যসারথি, ত্রিমিঙ্গিল, অনম, অভিজিৎ দাস, আকিলআশরাফ এবং সায়েম জয়।
শ্রোতাদের ঢাকা থেকে যাতায়াতের সুবিধার্থে উৎসবের নির্ধারিত বাস শাহবাগ এর ছবিরহাট থেকে বেলা ১টা৩০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিবে আর ফিরে আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রাত ১১টায়। পাখিদের জন্য গান উৎসবটি আয়োজন করছে কবিতার ছোটকাগজ হাহাকার এবং সার্বিক সহযোগিতায় drupodi.com ।