নর্দমার জীবন প্রণালী
ওবায়েদ আকাশ
পেটিকোট পরে দাঁড়িয়ে থাকা নর্দমায়
বসে আছে আলোকোজ্জল মৌমাছি
ভ্রমরের জীবন পেয়ে সুদীর্ঘ প্রতীক্ষা শেষে
তাকে দেখা গেল এই অবগাহিত আনন্দের
অবশিষ্ট জীবনে
আরো ঢের সেজেগুজে দাঁড়াবার কালে ভাঁগাড়ের হাড়মজ্জাগুলো
পুনর্নির্মাণের মতো ভরে ওঠে উজ্জল ত্বকে, আর ত্বক
অসংখ্য লক্ষ্যের হয়ে বরে ওঠে বর্ষার উদ্ভিদে
আজো পৃথিবীতে ত্বকের লাবণ্য বিষয়ে গবেষণাগারে
অসামান্য মানুষেরা বেড়ালের জীবন পেয়ে
ফিরে গেছে নিতান্ত আরণ্যক সন্নাসে
নর্দমার জীবন প্রণালী তাই
ব্যবহৃত জীবনের মতো বিভিন্ন-বর্ণিল হলেও
দূর থেকে ভেসে আসা রাগ-ভৈরবী মুহূর্ত দাঁড়াতে চেয়ে
বরাবর ফিরে যায় অরণ্যের রোদে