তোমাকেই বলছি
আফরোজা হীরা (পার্বতী পারু)
——————————
ঘুমোতে পারছি না আমি
অবিশ্রান্ত ক্লান্তিতে চোখ নুয়ে পড়ে
রাতের গভীরের হৃৎপিন্ডের টিপ্ টিপ্ শব্দ
নিস্তব্ধ রাতের ঘড়ির কাটার শব্দের মত
মস্তিস্কে আঘাত করে।
নিঃসঙ্গ আঁধারে বোবা যন্ত্রনায়
বেঁচে থাকা মানে-
কফিনে ঢাকা জীবন্ত লাশ।
আমার ভালবাসা, তুমি কান পেতে শোনো
আমরা কেউ কেউ এমন করেই বেঁচে আছি
আমি ঘুমাতে পারতাম
প্রযজন হত না কোনো অন্ধকারের
অথবা কোনো জোৎসনা রাতের
আমি বিলীন হয়ে যেতে পারতাম
চাঁদনী রাতের স্বেত জোছনায়
নীল নীলিমার গভীরে।
অথচ কি আস্চর্য্য, তোমাকে মনে পড়ে বলেই
ঘুমাতে পারি না আমি
তুমি শুকতারা হয়ে জ্বলো
তুমি সুখ হয়ে ঘুরে বেড়াও চার পাশে
কিংবা এক অদ্ভুত যন্ত্রনা হয়ে
কেন মন কথা বলে মনের সাথে?
আমি অস্থির হই, অশান্ত হই
তবু মনে মনে বলি
ভালবাসি………….
আমি তোমাকেই ভালবাসি।
vhalo laglo