নদী শেষ। শিশিরের লোভে
তৃষ্ণাকম্পিতদেহ হরিণীর দল
নেমে এলো তৃণমাঠ খুঁজে
তুমি আজও বহু বহু দূর, দূরের অধিক দূর,
আরও আরও দূরে বিলুপ্ত পাখির বহু পুরাতন
পালকের ঘ্রাণ, অস্পষ্টতা; তবুও
তোমার ছায়া পড়ে আছে
জ্যোৎস্নাফোটা পৃথিবীর সব মাঠে মাঠে
প্রগতিশীল বাঘ, কোনওখানে
নিশ্চয় বেড়ে ওঠে, হৃষ্টপুষ্ট হয়
একদিন
হরিণী, জ্যোৎস্না ও ছায়া
নিতে চায় প্রবল থাবায়, আধিপত্যবাদী;
নদীর কিনারে বসে আজও যদি
শোকবিহ্বলতায় কান্না হয় আমাদের বিপ্লবের নাম
শিশির ফলানো মাঠে
রক্তকাণ্ড কে সামলাবে? বলো তো, কমরেড!