এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১৩ পেয়েছেন পাঁচ তরুণ সাহিত্যকর্মী। পুরস্কারপ্রাপ্তরা হলেন, ‘একাকী জমিন’ কাব্যগ্রন্থের জন্য মাসুদ পথিক, ছোটগল্প ও উপন্যাসে ‘বিতংস’ গ্রন্থের জন্য ওয়াহিদা নূর আফজা; প্রবন্ধ, গবেষণা ও নাটকে ‘সমকাল পত্রিকার সাহিত্যিক ও সাংস্কৃতিক ভূমিকা’ গ্রন্থের জন্য ড. রবিউল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্যে ‘মুক্তিযুদ্ধে মুজিবনগর : দলিল ও ইতিহাস’ গ্রন্থের জন্য রাজিব আহমেদ, শিশু ও কিশোর সাহিত্যে ‘বিলু কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান’ গ্রন্থের জন্য মাশুদুল হক।পুরস্কার হিসেবে প্রত্যেককে দেওয়া হয় এক লাখ টাকা ও সম্মাননা স্মারক ও সনদপত্র।
৪ এপ্রিল ২০১৪ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে পাঁচজন কবি ও লেখককে এ পুরস্কার প্রদান করা হয়। এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভাষার বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সভাপতিত্ব করেন কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামান। বিচারকমণ্ডলীর পক্ষে বিশিষ্ট শিাবিদ ও লেখক অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধিত করেন। বক্তব্য রাখেন এইচএসবিসির করপোরেট ব্যাংকিং প্রধান মো. মাহবুব-উর-রহমান। স্বাগত বক্তব্য রাখেন কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সদস্য লুভা নাহিদ চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত। মঞ্চে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আবুল খায়ের।পুরস্কার প্রদান শেষে কৃষ্ণকলি ও তাঁর দল সংগীত পরিবেশন করেন।