কণ্ঠশীলনের ৩০ বছর : শুক্রবার শুরু হচ্ছে ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব

নিজস্ব প্রতিবেদক, সাহিত্য বাজার

Sharing is caring!

Shangbadik-Shommelon-photo-সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আগামী ৩০শে ফাল্গুন ও ১লা চৈত্র ১৪২০/১৪ ও ১৫ই মার্চ ২০১৪ তারিখে শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, শাহবাগ, ঢাকায় দুই দিনব্যাপী ‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব’ -এর আয়োজন করতে যাচ্ছে কণ্ঠশীলন। এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সাহিত্যে বাচিকচর্চা ও প্রসারের এই সংগঠনটি।
বুধবার, ১২ই মার্চ, ২০১৪ সকালে জাতীয় প্রেসকাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানালেন কণ্ঠশীলন সংশ্লীষ্ট আলোচকবৃন্দ। আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির সদস্য সচিব গোলাম সারোয়ার। এ সময় উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী মীর বরকত, এনায়েত কাজল, জহিরুল হক খান, রইসুল ইসলাম, তহমিদ উদ্দিন আহমেদ, নরোত্তম হালদার, আব্দুর রাজ্জাক, অনন্যা গোস্বামী প্রমূখ।

আয়োজকরা জানান, গত ২৭শে জানুয়ারি ২০০৭ তারিখে শিক্ষাগুরু ওয়াহিদুল হক প্রয়াত হয়েছেন। ওয়াহিদুল হক মৃত্যু পর্যন্ত যেমন কণ্ঠশীলন ভাবনাকে ধারণ করেছিলেন তেমনি তিনি এক স্বপ্ন লালন করেছিলেন যে, – কণ্ঠশীলনের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে সারা দেশে কণ্ঠশীলন কার্যক্রমকে ছড়িয়ে দেয়া। আমরা তাঁর সেই স্বপ্ন এবং কণ্ঠশীলন কর্মকা- বাস্তবায়ন লক্ষ্যে কণ্ঠশীলন দীক্ষিত সকল সদস্যদের মাঝে এই পরিকল্পনা ছড়িয়ে দেয়ার ব্রত নিয়ে দুই দিনের এই অনুষ্ঠানমালার কার্যক্রম হাতে নিয়েছি। কণ্ঠশীলন উত্তীর্ণ ১ম থেকে ৮০তম আবর্তনের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও তাঁদের ভাবনাসমূহ গ্রহণের মধ্য দিয়ে কণ্ঠশীলন ওয়াহিদুল হকের কর্মকা-ের বাস্তবায়ন রূপরেখা প্রয়াস পাওয়া যাবে, আমরা তাই আশা করি।

এই আয়োজন কেবল অনুষ্ঠান নয়, কেবল পুনর্মিলন নয়, এই আয়োজন দেশের সকল সাংস্কৃতিক কর্মীর এক বৃহৎ উৎসবে পরিগণিত হবে বলে আমরা বিশ্বাস করি।
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে উল্লেখ করতে চাই যে, আগামী মাসে কণ্ঠশীলন তার ৩০ বছর পূর্ণ করছে। এবং কণ্ঠশীলন বিদ্যায়তন-কর্মশালার ৮০তম আবর্তন (ব্যাচ) সম্পন্ন করতে যাচ্ছে। এই আনন্দ আমরা দেশের সকল সংস্কৃতিমান মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই। একই সঙ্গে বর্তমান প্রযুক্তিকে ধরে এগিয়ে যাওয়ার পথে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে কণ্ঠশীলন ওয়েবসাটের শুভ উদ্বোধন ঘোষণা করছি।
ওয়েবসাইট:www.kanthoshilon.org

দুই দিনের অনুষ্ঠান সূচি

প্রথম দিন – ৩০শে ফাল্গুন /১৪ ই মার্চ – শুক্রবার
সকাল ১০টা    :    উদ্বোধনী সঙ্গীত- ছায়ানট,
উদ্বোধনী আবৃত্তি- কণ্ঠশীলন
উদ্বোধক    :    কথাসাহিত্যিক শওকত আলী
অতিথিবৃন্দ    :    শামসুজ্জামান খান , মহাপরিচালক, বাংলা একাডেমী
নাসির উদ্দিন ইউসুফ, সভাপতি – সম্মিলিত সাংস্কৃতিক জোট
আহ্কামউল্লাহ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
সভাপতিত্ব করবেন    :    কণ্ঠশীলন সভাপতি- শিল্পী কাইয়ুম চৌধুরী
সকাল ১১:১৫ মিনিট    :    শোভাযাত্রা
বিরতি
দুপুর ২:৩০ মিনিট    :    আবর্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ,কথন পর্ব
বিকেল ৫টা    :    সমবেত সঙ্গীত – রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্
বিকেল ৫:১৫ মিনিট    :    স্মারক বক্তৃতা : আলী যাকের
বাংলা নাটকের প্রখ্যাত অভিনেতা
সন্ধ্যা ৬ টা    :    সমবেত সঙ্গীত – সত্যেন সেন শিল্পী গোষ্ঠী
সন্ধ্যা ৬.১০ মিনিট    :    স্মৃতিচারণ ও শ্রদ্ধায় আবৃত্তি নিবেদন
কাজী মদিনা, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, পীযুষ বন্দ্যোপাধ্যায়
সন্ধ্যা ৭টা    :    একক আবৃত্তি
ইস্তেকবাল হোসেন, বেলায়েত হোসেন, পারভেজ চৌধুরী, রফিকুল ইসলাম
রেজীনা ওয়ালী লীনা, ইকবাল খোরশেদ, মাসুদুজ্জামান, রবিশঙ্কর মৈত্রী
ফয়জুল আলম পাপ্পু, মজুমদার বিপ্লব
রাত ৮.৩০ মিনিট    :     অভিপ্রদর্শনী – ব্রতচারী
রাত ৯টা     :    জাতীয় সঙ্গীত (সমাপ্তি)

দ্বিতীয় দিন – ১লা চৈত্র ১৪২০ / ১৫ই মার্চ, ২০১৪, শনিবার
বিকেল ৪:৩০ মিনিট    :    সমবেত সঙ্গীত – উদীচী
বিকেল ৪:৪০ মিনিট    :    শিশুদের পরিবেশনা – কল্পরেখা
বিকেল ৪:৫০ মিনিট    :    সমবেত সঙ্গীত – কল্যাণপরম্পরা, কেরানীগঞ্জ, ঢাকা
বিকেল ৫টা    :    স্মৃতিচারণ ও শ্রদ্ধায় আবৃত্তি নিবেদন
কবি বেলাল চৌধুরী, কবি রফিক আজাদ, আশরাফুল আলম, আবৃত্তিশিল্পী;
কামরুল হাসান মঞ্জু, আবৃত্তিশিল্পী; হাসান আরিফ, সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট
বিকেল ৫:৫০ মিনিট    :    নৃত্যা – নৃত্য নন্দন, পরিচালনা – শর্মিলী বন্দ্যোপাধ্যায়
সন্ধ্যা ৬.০৫ মিনিট    :    একক আবৃত্তি
লায়লা আফরোজ, ডালিয়া আহমেদ, এনামুল হক বাবু,  শিমুল মুস্তাফা,
মাশকুর-এ সাত্তার কল্লোল, মাহিদুল ইসলাম, সামসুদ্দোহা,
নায়লা তারান্নুম চৌধুরী, ফায়জুল্লাহ সাঈদ, তামান্না তিথি
সন্ধ্যা   ৭:৩০ মিনিট    :    কণ্ঠশীলন পরিবেশনা – কথন, স্মৃতিচারণ, আবৃত্তি
রাত ৮টা    :    বাউল সঙ্গীত – অচিন পাখি বাউল সমিতি, কুমিল্লা,                             পরিচালনা – বাবুল বাউল
রাত ৯ টা    :    জাতীয় সঙ্গীত
উৎসব সমাপ্তি ঘোষণা

Print Friendly, PDF & Email

Sharing is caring!