সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলনের ৩২ বছর পূর্ণ হতে চলেছে। বিদ্যায়তনের ৮৫তম কোর্স সম্পন্ন হবে আগামী এপ্রিলে। শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিক্ষার ক্ষেত্রে প্রায় সাত হাজার শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বাংলাদেশে এই প্রথম। কণ্ঠশীলন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, রবীন্দ্রসাধক প্রয়াত ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে আগামী ১১ ও ১২ই মার্চ ২০১৬, শুক্রবার ও শনিবার ঢাকাস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আমরা এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর উপস্থিতিতে, সকল শুভাকাক্সক্ষী সহযোগে, সঙ্গীত, নাটক, আবৃত্তির সক্রিয় চর্চাকারী, অনুরাগী সংস্কৃতিকর্মীকে নিয়ে ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব-২০১৬ আয়োজন করা হয়েছে।
উৎসবে অংশগ্রহণের জন্য কণ্ঠশীলন আবর্তন উত্তীর্ণ শিক্ষার্থীদের নিবন্ধনের ব্যবস্থা থাকবে আগামী ২৯শে ফেব্রুয়ারি, ২০১৬ পর্যন্ত।
নিবন্ধন প্রক্রিয়া:
১. কণ্ঠশীলন কার্যালয়ে সরাসরি নিবন্ধন করা যাবে। (বিকাল ৫টা রাত ৯টা। শুক্রবার ও শনিবার সকাল ১০টা রাত ৯টা)
অথবা ২. মোবাইলের মাধ্যমে নিবন্ধন: এসএমএস ও নিবন্ধন ফি পাঠানোর বিকাশ নম্বর-০১৭৬৪৩০৮৫৩৪। (নিবন্ধন ফি পাঠানোর পর এসএমএসের মাধ্যমে নাম, আবর্তন, মোবাইল নম্বর ও টাকা প্রেরণের বিকাশ নম্বর জানাতে হবে)
অথবা ৩. ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন :www.utsab.kanthoshilon.org
অথবা ৪. ফেসবুকের মাধ্যমে নিবন্ধন:www.facebook.com/kanthoshilon
ঠিকানা: কণ্ঠশীলন
২২২ নিউ এলিফ্যান্ট রোড (৪র্থ তলা), ঢাকা
[কাঁটাবন মোড় থেকে বাটার মোড়ের মাঝে পেট্রোল পাম্পের বিপরীত পাশে]
০১৫৫২-৩২৭৩০৫ (রইস), ০১৭৩০-০৩৯০৯০ (কামাল)
০১৯২৪-৪০০৫৫১ (লিটন), ০১৭১৭৪৩৭৪৫৫ (শফিক), ০১৯১২৩৩৩৪৬০ (নান্নু)