৫টি ক্যাটাগরীতে বরিশালের ৫ জন নারী চলতি বছরের শ্রেষ্ঠ জয়ীতা সংবর্ধনা ও সম্মাননা অর্জন করেছেন। অর্থনৈতিকভাবে নিজ চেষ্টায় সাফল্য অর্জন করে বরিশাল সিটি করপোরেশন এলাকার ২৬ নং ওয়ার্ডের বাসিন্দা জবেদা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করে ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা ড. রহিমা নাসরিন, রত্মবর্ভা মা বা সফল জননী গৌরনদী উপজেলার মজেদা বেগম, নতুন জীবনে পদার্পণকারী বিসিসির মরিয়ম বেগম এবং সমাজসেবক চরবাড়িয়া ইউনিয়নের রেহানা বেগমকে এই সম্মাননা প্রদান করা হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা থেকে বাছাইকৃত পাঁচজন সংগ্রামী নারীর হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলার প্রশাসন কর্তৃপক্ষ।
৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমের সমভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদাসহ আরো অনেকে।