সকাল থেকে সন্ধ্যা
অভুক্ত থাকা আর বিপদে দু’একবার
স্রষ্টাকে ডাকা-ই যদি রোজা থাকা হয়
তবে বাপু আমি আজন্ম রোজদার।
বিগত দু’টি বছর পেটপুড়ে
একবেলা জোটেনি আহার
তাই প্রতিদিন
প্রতি পদে পদে স্রষ্টাকে অবিরাম ডেকে যাই।
তোমার-ই প্রতিবেশী আমিি
ঐ যে, দালান ঘরটা দেখছো
ওটার পিছনের ঝোপড় পট্টিটায়
হাজার টাকার মাসোহারা দিয়ে
জুটেছে একটু আশ্রয়।
অচল মানুষ তাই
শরীরে শক্তি নাই
ভিক্ষা করতে তাও বিবেকে বাধে ভাই…
গত পাঁচটা বছর নতুন কাপড়
দেখেনি বউটা আমার
কতবার নিলামে দিয়েছি
একখানা ছিড়া কাপড়ে ঢাকা সম্ভ্রম তার।
ছেলেটা রিকশা চালায় আর
মেয়েটা প্রতিদিন চাকুরীর খোঁজে নিজেকে বেঁচে বউবাজার।
হিন্দু, বৌদ্ধ নাকি খ্রীস্টান
আমি কে? জানা নেই জাত পাত!
জন্মসূত্রে এ দেশেই করছি বাস।
শুধু জানি প্রতিদিন আমিও আছি উপবাস।
ও ভাই আমার গর্বিত মুসলমান
খুলে দেখ তোমার পবিত্র কোরআন …
প্রতিবেশী কেউ অভুক্ত থাকলে
থাকে কি তোমার কোনো ধর্ম, কোনো ঈমান?
বন্ধু
বন্ধু, কোনো এক অবসরে যদি পারো একবার
ভুলে সব অতীত কথন
একটু বসে পাশে; স্থির মন
কিছুটা সময় কর অবলোকন ।
চোখে রেখে চোখ, ভুলে সব হতাশার
যোগ বিয়োগ; বল শুধু একবার তুমি আছ কেমন?
বড় ব্যস্ত?
কাজ আর কাজ?
কাজ সেতো জীবীকার জন্য
জীবনের প্রয়োজন জীবন।
স্বাদ
জীবনের যেটুকু বাকী
যা কিছু ইচ্ছে আহলাদ
সবই আজ তোমাকে দিলাম।
তুমি তারে যতনে রেখ
বুকের পাঁজর ভেঙ্গনা আর
ছেড়ে অযথা দীর্ঘশ্বাস।
শুদ্ধতা
যুদ্ধ করেছি শুদ্ধ হতে
মুক্ত স্বদেশে
এখনো অশুদ্ধ জাতি
পারিনি বাঙ্গালী হতে।