আমার ভারতরত্ন! : চক্রবর্তী সম্রাট
আমি বেঁচে আছি এটা জানানো দরকার ।তেমনি আমি কি ভাবছি কি করব কি খাবো , জানবো সেটাও জানানো দরকার ! কে কে ভারত রত্ন পাবেন তার লিস্টি তৈরী ।কেউ বাদ পড়ছেন না ।এমন লোকেরাও আসছেন যাঁদের প্রভু মুম্বাইয়ের ব্যালকনিতে দাড়িয়ে শত্তুর ঠিক মকরে দিতেন শহরের , রাজ্যের দেশের ।শ্রীকৃষ্ণ কমিশনের রিপোর্ট হাতে নাতে নিয়োগ হলে জেলের ঘানি টানতেন এমন লোকের চামচেরাও তাঁদের প্রভুর নামে লুঠ দিচ্ছে ।ভারতরত্নের জন্য ।সহকর্মীকে রাজধর্মের পাঠ দিতে গিয়েছিলেন ।পরে শুনলেন তাঁর গায়ে হাত পরলে নাকি ভূচাল এসে যাবে ।তাঁর দাবেদার দের মধ্যে উৎসাহ সব থেকে বেশি ।কত শত নাম ।দেশের নেতা দশের নেতা তাঁরা ! কত কিছু করেন আমাদের জন্য ! আমরা খেয়াল রাখিনা ।নজবন্দী শিবিরের হোতা , হদ্দ মুদ্দের দলের পান্ডার নাম নিয়ে দেশে পশু সংরক্ষণ কেন্দ্র !পশুদের নেহাত কথা কওয়ার সামর্থ্য নেই ! জন স্বার্থ মামলা করার খেমতা নেই !
আরযাঁর অন্তরীণ হবার খবরে উদ্বেল হয়ে ওঠেন বিশ্বের তাবড় নোবেল জয়ী , স্মৃতির আড়ালে লোক চক্ষুর অন্তরালে স্বদেশের অরণ্যচারী সমাজের সেবায় জীবন পন করছেন , করেছেন কেউ মনে রাখেনি তাঁকে !বড় বিস্ময়ের এই মায়াময় দেশ , জগৎ ধরনী ।বাজারের পথে পা বাড়ালে , তাঁর কন্যারাও পড়তে পারতেন পাবলিক স্কুলে , নিজের হতে পারতো দামী গাড়ী , প্রাসাদপ্রমো হাভেলি ! হয় নি , মাথায় তেল জোটেনি ! তাই তৈল মর্দন করি খোঁচরের দল নেই ! তোষামুদে বাহিনী নেই ।অন্তরালে কে জানে সকলের লোক চক্ষুর আড়ালে হয়ত সেবায় এখনও মগ্ন এক নায়ক ! আমার ভারতরত্ন …।