হায় বাংলাদেশ!
এই বুঝি তোর স্বাধীনতার জয় গান।
বিবেকবাণের জাগ্রত বিবেকে
এখানে এখন লেগেছে আগুন।
কসম তোমার, ঈশ্বর-আল্লাহ আর ভগবানের
একটু হেঁটে দেখ অতীতের স্মৃতি…
ওহে বাঙ্গালী, নিজের যান বাঁচাতে বাঁচাতেে
আপন সন্তানেরে বলির পাঠা বানালি?
আগামীকাল জন্মাবে যে; পুড়বে আগুনে
যে আগুন তুই নিজ ঘরে, নিজেই জ্বালিয়ে দিলি।
জেগে দেখ, আঁখি খোল
আঁধার কেটে এখনো হয়নি ভোর।
সব অন্যায় আর অনাচারের বিরুদ্ধে হোক
এবারের প্রতিবাদ তোর, হোক প্রতিকার
ফুঁসে ওঠো জনতা আরেকবার
কেড়ে আনো সব ন্যায্য অধিকার ।
প্রথমে শেয়ার বাজার, তারপর ব্যাংক লুট। সব মিলিয়ে প্রায় তেত্রিশ হাজার কোটি টাকার হিসেব নেই বর্তমান সরকারের শাসনামলের সাত বছরে। সেতু মন্ত্রণালয় তার জন্য বরাদ্ধ বাজেটের চারের এক অংশ খরচ করেছে বাকীটা বেঁচে গেছে বলে মিডিয়া গুলোতে কোলাহল শুরু। অথচ সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের অসৎ পন্থায় এটা খরচ করতে পারতেন, যা অন্যরা করেছেও। সেজন্য কেউ তার প্রশংসা করলেন না।
তনু হত্যার আলামত নষ্ট হচ্ছে, আন্দোলনরতদের বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন চলছে। একইসময় বাসে ধর্ষনের ঘটনাও ঘটছে, ধর্ষকরা গ্রেফতার হয়ে স্বীকারোক্তি দিচ্ছে, অথচ তাদের জনসমুক্ষে সাজা হোক এ দাবীতো দূরের কথা, তা কারো চোখেই পরছে না।
বোমার আঘাতে আবারো এক শিশু ঝলছে গেল। ইউপি নির্বাচনে বলি হলো বিশ্ব বিদ্যালয় ছাত্রসহ প্রায় বিশ পঁচিশ তাজা প্রাণ। বিশ্ব বিদ্যালয়ের ছাত্রটির জন্য আন্দোলন চলছে, কিন্তু অন্য যারা মারা গেল তাদের জন্য কেউ কথা বলছে না।