আবারো মঞ্চে স্বপ্নদলের প্রদর্শনী কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’

সাহিত্য বাজার

Sharing is caring!

Picture-from-Swapnadal-4কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯২-এ মাত্র একত্রিশ বছর বয়সে মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ আধুনিক সময়ে মানবের অন্তর্দ্বন্দ্বের প্রতীকরূপে রচনা করেন কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। এর নাট্যকাহিনিতে উপস্থাপিত হয় এ সত্য – বাহ্যিক রূপের চেয়ে অনেক বেশি মূল্যাবান নারী-পুরষের চারিত্রশক্তি এবং এতেই প্রকৃতপক্ষে আত্মার স্থায়ী পরিচয়! রবীন্দ্রনাথ কাব্যনাটক ‘চিত্রাঙ্গদা’ রচনার প্রায় চুয়াল্লিশ বছর পরে ১৯৩৬-এ তাঁর পঁচাত্তর বছর বয়সে রচনা করেন নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। সুপরিচিত ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যটি দেশে-বিদেশে অসংখ্যবার মঞ্চায়িত হলেও, রচনার ১১৯ বছর পরে স্বপ্নদলের প্রযোজনায়ই আধুনিক মঞ্চে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র নিয়মিত মঞ্চায়ন সূচিত হয় এবং একইসঙ্গে প্রযোজনাটি ইতিহাসের অংশ হয়ে ওঠে।

নাট্যসংগঠন স্বপ্নদলের আলোচিত ও দর্শকনন্দিত প্রযোজনা কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র ২৭তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর, ২০১৩ সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। রবীন্দ্রনাথের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’-র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

সার্ধশত রবীন্দ্রবর্ষে স্বপ্নদলের শ্রদ্ধাঞ্জলি-স্মারক প্রযোজনা হিসেবে এবং রবীন্দ্রনাট্য নির্মাণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে স্বপ্নদল ২০১১-এ মঞ্চে আনে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকরা হলেন – সুকন্যা আমীর, ফারজানা রহমান মিতা, মোস্তাফিজুর রহমান, হাসান রেজাউল, শিশির সিকদার, সামাদ ভূঞা, মাধূরী বেপারী সুমি, সাইফুন্নেসা জেবু, শারীফা রিমু, এনামুল হক শাহীন, রেজাউল মাওলা নাবলু, হিটলার রাজু, তানভীর আহমেদ, আলী হাসান, বিমল দাশ, সাঈদুল ইসলাম সাঈদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

Sharing is caring!