(ছড়া) আচানক কথা আব্দুর রহমান শিপুল কালুর আছে মস্ত হাতি মাথায় তুলে নাচে সাবান দিয়ে গা ধুয়ে আছাড় দিয়ে কাঁচে। বিড়ি খাওয়া বিড়ালটা বাঘের মত ডাকে আস্ত গরু গিলে খায় আর মুখ ফুলিয়ে থাকে। হিরোমার্কা ভেড়াটা চশমা চোখে দিয়ে ডাকাতি করে বাড়ি বাড়ি হাঁস-মুরগি নিয়ে। গাধা-ছাগল পুঁথি নিয়ে পাঠশালাতে যায়... স্যারের গায়ে বমি করে দাঁত কেলিয়ে লাফায়। পান খাওয়া কালো দাঁতে কালু মিয়া বলে অনেক কিছু দেখতে পাবে আমার কাছে এলে।