সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২০১৬-২০১৮ মেয়াদের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর ২২২ নিউ এলিফ্যান্ট রোডের কার্যালয়ে এ নতুন পর্ষদ গঠিত হয়।
প্রকৌশলী আহমাদুল হাসান হাসনুর সভাপতিত্বে সভায় ১৯ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক (২০১৬-২০১৮) পর্ষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও উচ্চারণ প্রশিক্ষক গোলাম সারোয়ার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রইস উল ইসলাম। এ সময় কণ্ঠশীলনের প্রশিক্ষকবৃন্দ, পর্ষদ সদস্য, সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কবি শহীদ কাদরী এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসী হামলায় নিহত সকলের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভার আলোচ্যসূচি অনুযায়ী অন্যান্য কার্যক্রম শেষে সভাপতি বিগত পর্ষদ অবলুপ্ত করা হয়। অতঃপর নির্বাচন আধিকারিক তহমিদ উদ্দিন আহমেদ গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন।
কণ্ঠশীলনের ২০১৬-২০১৮ মেয়াদের নতুন কার্যকরী পরিষদ:
সভাপতি- গোলাম সারোয়ার,
সাধারণ সম্পাদক- রইস উল ইসলাম,
সহ-সভাপতি- প্রকৌশলী আহমাদুল হাসান হাসনু ও মোস্তফা কামাল,
সংগঠন সম্পাদক- শফিক সিদ্দিকী;
শিল্প, শিক্ষা ও অনুষ্ঠান সম্পাদক- ইলা রহমান,
কোষাধ্যক্ষ- মো. আব্দুল কাইয়ুম।
সদস্যরা হলেন-
- মীর বরকত,
আব্দুর রাজ্জাক,
একেএম শহীদুল্লাহ কায়সার,
শিরিন ইসলাম,
নরোত্তম হালদার,
অনিন্দ্য ইমরান,
লিটন বারুরী,
সালাম খোকন,
অনন্যা গোস্বামী,
নুরুজ্জামান নান্নু,
মারুফ সিদ্দিকী,
মীর শরীয়তে রহমান নিবিড়