জান বাঁচানো ফরজ
বলেছে যখন পবিত্র কোরআন
তার চেয়েও কি বড় এই সংবিধান?
শত মানুষের লাশের উপর দাঁড়ালো যে সংবিধান
তাকে ছিড়ে ফেলে তৈরি হোক নতুন মঙ্গলবিধান।
তা না হলে এ দেশের সংবিধান হোক
বেদ, ত্রিপিটক, বাইবেল আর কোরআন।
সংবিধানের দোহাই দিয়ে জবর দখলকৃত নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ ও মহাজোট। অজ্ঞাত কারণে নবম সংসদ বলবৎ রেখেই নতুন সরকারের মন্ত্রীসভা বন্টন ও শপথ গ্রহণ সমাপ্ত হল। এরপরপরই গণমাধ্যমে দেয়া নবনিযুক্ত মন্ত্রীদের অনেকের বক্তব্যে রীতিমত স্তম্ভিত দেশবাসী। মন্ত্রীদের কেউ কেউ বেশ জোর গলায় বলছেন- জনগণ তাদের ৫ বছরের জন্য নির্বাচিত করেছে কিম্বা ৫ বছরের মধ্যে নির্বাচন অবশ্যই হবে। যদিও এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফ স্বীকার করলেন যে, নির্বাচনের আগে মহাসচিব পর্যায়ের সংলাপ ফলপ্রসু হয়েছিল, কিন্তু মহাজোটের শরিকদের মতামতকে গুরুত্ব দেয়ার কারণে তারা আর এগোতে পারেন নি।
এই প্রথম সৈয়দ আশরাফ স্বীকার করলেন, বিএনপি বড় দল এবং তাদেরও লক্ষ লক্ষ সদস্য রয়েছে।
অথচ একই সময়ে এই সরকারের নবনিযুক্ত সমাজ কল্যাণ মন্ত্রীর উদ্যতপূর্ণ আচারণ ও বিএনপিকে বিনাশ করার ইচ্ছার প্রকাশও দেশবাসী দেখলো হতবাক হয়ে।
পুরো বিষয়টি এখনো ঘোলাটে। বিএনপি তার আন্দোলনের ধারা পরিবর্তন করতে যাচ্ছে তা পরিস্কার। মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে দুদিন আগে থেকেই তাদের আন্দোলনে নবনীতি এসেছে। অবরোধ স্থগিত করা হয়েছে, জোটের শরিক কর্ণেল অলি আহমদ জানিয়েছেন, ১৮ দলের পরবর্তী কর্মসূচি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করবেন।
এদিকে বিএনপির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছেন যে, সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশ্ব ইজতেমা পর্যন্ত আন্দোলনে ছাড় দেবে ১৮ দলীয় জোট।
এমনাবস্থায় সাধারণ মানুষ কি ভাবছেন?
ফেসবুক থেকে
পীর হাবিব was tagged in a photo.
DrHassan Mahmud Mamun
ধন্যবাদ ও সাধুবাদ …………………
“জন নেত্রী শেখ হাসিনা”
প্রথমে ধন্যবাদ আপনাকে – তৃতীয় বারের মত প্রধান মন্ত্রীর দায়িত্ব ভার গ্রহন করায়।
দ্বিতীয়ত, একটি সাবলীল ও কার্যকর ডিজিটাল মন্ত্রী সভার উপস্থাপন করায়।
আর সাধুবাদ এই কারণে,
আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনা যে কাজটি করতে পেরেছে, বিশ্বের অনেক হেভিয়েট দেশের রাষ্ট্রপ্রধান গণ এর মাঝে ও এই প্রকারের বিশেষ করে এত মন্ত্রী সভার সদস্যদের পরিবর্তন করার দুঃসাহস যে নেই।
জয় বাংলা; জয় বঙ্গবন্ধু।
রফিকুল ইসলাম
বোর্ডবাজার
গাজীপুর
গাজীপুরে বোর্ডবাজার সংলগ্ন এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম ইমেইল বার্তায় জানান, দেশের নতুন সরকার হয়েছে। জবর দখলকৃত এ সরকারকেও শুভেচ্ছা অভিনন্দন না জানিয়ে উপায় নেই। কারণ দেশের অন্তত চল্লিশভাগ মানুষ আওযামী লীগের সমর্থক। যদিও এই চল্লিশভাগের ১০ ভাগ মানুষও এবার তাদের সমর্থিত দলকে ভোট দিতে ব্যর্থ হয়েছেন। তবুও এ সরকারের কাছে আমাদের প্রত্যাশা সাবর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন। হিন্দু সম্প্রদায়ের উপর এ যাবৎ যত হামলা-নির্যাতন হয়েছে সেগুলোর সুষ্ঠ বিচার সম্পন্ন করুন এবং ২ মাসের মধ্যে পরবর্তী নির্বাচন নিশ্চিত করুন্।
কাটাবন
ঢাকা
কিছু দলকানা ছাড়া সবাই বুঝে এখন তত্তাবধক সরকার এখন কতটা জরুরি দেশকে স্থিতিশীল করতে । সেখানে এই ধরনের এক দলীয় সরকার গঠন দেশকে হুমকির মুখে ফেলবে । আওয়ামিলীগ তার শেষ চেষ্টা করতে যাচ্ছে ক্ষমতায় থাকার জন্য । আমি আওয়ামী লীগের সমর্থক ও কর্মী তবু এটাকে সমর্থন করিনা। নেত্রীর উচিৎ যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী নির্বাচন স্থির করা।