স্মৃতি ঝড়ের মূর্ছনা : আফরোজা হীরা

সাহিত্য বাজার

Sharing is caring!

paru

আফরোজা হীরা (পার্বতী পারু)

স্মৃতি ঝড়ের মূর্ছনা

আফরোজা হীরা

এটা তো জানাই ছিল
সময়ের স্রোতে একদিন ধুয়ে যাবে
আঠারো বছরের সেই কাঁচা হলুদ রং।
প্রতিটা ঢেউয়ের ধাক্কায়, একটু একটু করে
দূরে সরে যাবে প্রিয় সব মুখ গুলো
যেমনি করে আজ আমি একেবারেই
হারিয়ে ফেলেছি-
ছোট্ট বেলার প্রিয় সেই লাল রঙের ফ্রগ
আর, পুতুলের বাক্সটা।

 

এটা তো জানাই ছিল
নয় মাস পর চাইলেও আমি আর
আমার ভিতরে ধরে রাখতে পারব না
হাত পা ছুঁড়ে নিজের অস্তিত্ব জানান দেওয়া
ছোট্ট সেই শিশুটাকে।
অথবা আঠারো বছর পর ফিকে হয়ে যাবে
তাকে শাসন করার অধীকার।

এটা তো জানাই ছিল
সময়ের পলি একটু একটু করে ঢেকে দেবে
আমার সব টুকু ত্যাগ,
আমার শিশুটিও একদিন ভূলে যাবে
তার বেড়ে ওঠার ইতিহাস
সময়ের বাতাশে লীন হয়ে যাবে
দুঃস্বপ্নময় সেইসব রাত গুলো, আর-
অপ্রকাশিত ইতিহাসের পান্ডুলিপি।
আমার ভাল থাকার উপকরণ গুলো হয়ে উঠবে
তখন তোমাদের চক্ষুশুল
আর তোমাকে দেখে সবাই বলবে, বেচারা!

Print Friendly, PDF & Email

Sharing is caring!