যদি স্পর্শ করো আঙ্গুলের নরম ডগায় কথা দিচ্ছি ভাসিয়ে দিব তোমায়
আমার হৃদয়ের জবুথবু জলে
বীজ ভেদ করে ওঠা কচি গাছের মত ভালোবাসা দেব
ভরা বর্ষায় রেইনকোটে নয় বুকের ছাতিতে আগলে রাখবো।
যদি স্পর্শ করো শীতের রাতে কথা দিচ্ছি সারা শরীরে তোমার ওম ছড়িয়ে দিব
ঘুম পাড়ানি গান শুনিয়ে দিব্যি ঘুম পাড়িয়ে দিব
রাতের অভাবী ভালোবাসাগুলোকে সাথে নিয়ে চাঁদের বন্যায় ভেসে যাব
তোমার হৃদয়ে আশ্রয়ের জন্য আঁধার রাতের ক্লান্ত পথিক হবো।
যদি স্পর্শ করো আমার বুকের জমিন কথা দিচ্ছি তোমায় নিয়ে হালচাষ করে
উর্বরা করবো উষর ভূমী
ভীরুমনের কবিতারাও সাহসী হবে তোমার গুমোট বুকে নিবিষ্ট চুম্বনে
রোমাঞ্চের আশায় দিগভ্রান্ত হয়ে হয়তো ছিটকে পড়বে খাতা হতে।
তবুও স্পর্শ করো, নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরো।