৬ই ফেব্র“য়ারী ২০১৪ সন্ধ্যে ৫-৩০টায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাগৃহ, কলকাতায় অনুষ্ঠিত হলো সৌহার্দ্য(কলকাতা) কর্তৃক আয়োজিত সৌহার্দ্য প্রকাশনা সন্ধ্যা উপল্েয সাহিত্য ও সংস্কৃতি চর্চার এক ব্যতিক্রমী অনূষ্ঠান। উক্ত অনূষ্ঠানে বাংলা ভাষা সাহিত্য-সংস্কৃতিতে উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ একজন প্রথিতযশা কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে কবি ও লেখক রূমানা চৌধুরীকে “সৌহার্দ্য সম্মাননা” ২০১৩ এ ভূষিত করা হয় । সম্মাননা প্রদান করেন বিশিষ্ট সাহিত্যিক গৌর মিত্র । একই দিনে অডিও অ্যালবাম গঙ্গাÑপদ্মার কবিতা’র আনুষ্ঠানিক প্রকাশ হয়। অনুষ্ঠানে কবি ও লেখক রূমানা চৌধুরী তার ˉ§ারক বক্তব্য রাখেন। উক্ত অনূষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্থ ঘোষ, পঙ্কজ সাহা, অনন্ত দাস, সুজিত সরকার, ডাঃ জি. পি. সরকার, দিলীপ বসু।