১৯১৯ সালে বৃটিশ সাম্রাজ্যবাদী শক্তির সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ‘ডায়ার’ ১ বৈশাখে উৎসব মুখর নিরীহ জনতার উপর পূর্ব পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগের মাঠে এক নৃসংশ হত্যাযজ্ঞ চালায়।এতে প্রায় এক হাজার মানুষ নিহত হয় এবং বহু মানুষ আহত হয়। এই হত্যাকান্ডের প্রতিবাদে বাংলা ভাষায় শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর বৃটিশ সরকার প্রদত্ত তাঁর ‘নাইটহুড’(কবি ১৯১৫ খৃষ্টাব্দে বৃটিশ সরকার কর্ত্তৃক ‘নাইটহুড’ উপাধি লাভ করেন) প্রত্যাখ্যান করে দেশের মানুষের পাশে এসে দাঁড়ান। রবীন্দ্রনাথের এই বিদ্রোহী রূপ দেখে বিশ্ববাসী স্তম্ভিত হয়। উল্লেখ্য যে, কয়েক মাস আগে ভারত সফররত বর্তমান বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ১৯১৯-এর ‘জালিয়ানওয়ালাবাগ’ হত্যাকান্ডের জন্যে ভারত সরকারের কাছে ক্ষমা ভিক্ষা করেন। এই ‘জালিয়ানওয়ালাবাগ’ হত্যাকান্ডের পটভ’মিতে রচিত নাটক ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’ রচনা করেছেন নাট্যকার মঞ্জুরে মওলা। এই নাটকে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের একটি ঐতিহাসিক দৃশ্যও দেখানো হয়েছে বলে জানান খ্যাতনামা নির্দেশক ও অভিনেতা আতাউর রহমান। তারই পরিচালনা ও নির্দেশনায় ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’ নাটকে অভিনয় করেছেন ঢাকার প্রথম সারির ৭-টি নাট্যদলের কলা-কুশলীরা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এই রেপার্টরি প্রযোজনা ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’-এর ১৩ তম মঞ্চায়ন অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আতাউর রহমান, আমিনুর রহমান মুকুল, ফকরুজ্জামান চৌধুরী, শামীম সাগর, এস, এম, সালাউদ্দিন, এরশাদ হাসান, রিজভী, পূজা, জয়িতা, শীলা, পিয়া, বিউটি, রাজা, সিক্ত, মিজান, মোতালেব, রাশেদ, সৌধ ও শিশুশিল্পী টইটই।
শিল্পকলা একাডেমী নাট্যমঞ্চের মঞ্চায়ন বরাদ্দের তালিকা
জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল নভেম্বর-২০১৩ মাসের বরাদ্দের তালিকা:
ক্র:নং মঞ্চায়ন তারিখ দলের নাম নাটক
১. ০১-১১-২০১৩ বাংলাদেশ শিল্পকলা একাডেমী রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ
২. ০২-১১-২০১৩ এথিক চন্ডীদাস
৩. ০৩-১১-২০১৩ নগরী নাট্য গোষ্ঠী আদম বেপারী
৪. ০৪-১১-২০১৩ বুনন থিয়েটার চাকা
৫. ০৫-১১-২০১৩ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ
৬. ০৬-১১-২০১৩ নবনাট ভেলকি
৭. ০৭-১১-২০১৩ সাত্ত্বিক নাট্য সম্প্রদায় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব, পেজগী
৮. ০৮-১১-২০১৩ সাত্ত্বিক নাট্য সম্প্রদায় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব, কুসুম উপাখ্যান
৯. ০৯-১১-২০১৩ নাট্যজন শেষরক্ষা
১০. ১০-১১-২০১৩ স্্েরাত আবৃত্তি সংসদ চাপা হাসি, মাপাকান্না
১১. ১১-১১-২০১৩ নাট্যকেন্দ্র দুই যে ছিল এক চাকর
১২. ১২-১১-২০১৩ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ
১৩. ১৩-১১-২০১৩ বহুবচন দেবী
১৪. ১৪-১১-২০১৩ বাংলাদেশ থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব, সিরাজ যখন নবাব সিরাজদৌলা
১৫. ১৫-১১-২০১৩ বাংলাদেশ থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব, নকশী কাথা/সী-মোরগ
১৬. ১৬-১১-২০১৩ বাংলাদেশ শিল্পকলা একাডেমী টার্গেট প¬াটুন
১৭. ১৭-১১-২০১৩ লোকনাট্যদল (বনানী) কঞ্জুস
১৮. ১৮-১১-২০১৩ চারুনীড়ম থিয়েটার মরা ময়ূর
১৯. ১৯-১১-২০১৩ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ
২০. ২০-১১-২০১৩ রঙ্গনা নাট্যগোষ্ঠী, ঢাকা হায় দেবদাস
২১. ২১-১১-২০১৩ স্বরচিত্র আবৃত্তিচর্চা ও বিকাশ কেন্দ্র পুনরাবৃত্তি
২২. ২২-১১-২০১৩ থিয়েটার (বেইলী রোড) বারামখানা/মুক্তধারা
২৩. ২৩-১১-২০১৩ নাগরিক নাট্যাঙ্গন, বাংলাদেশ পুশি বিড়াল ও একজন প্রকৃত মানুষ
২৪. ২৪-১১-২০১৩ ঢাকা থিয়েটার ধাবমান/দ্য টেম্পেস্ট
২৫. ২৫-১১-২০১৩ পূবের থিয়েটার বাঘাল
২৬. ২৬-১১-২০১৩ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ
২৭. ২৭-১১-২০১৩ প্রাচ্যনাট বন মানুষ
২৮. ২৮-১১-২০১৩ আরণ্যক নাট্যদল স্বপ্নপথিক (নতুন নাটক)
২৯. ২৯-১১-২০১৩ আরণ্যক নাট্যদল স্বপ্নপথিক (নতুন নাটক)
৩০. ৩০-১১-২০১৩ লোকনাট্যদল (সিদ্ধেশ্বরী) কঞ্জুস
জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হল নভেম্বর-২০১৩ মাসের বরাদ্দের তালিকা:
ক্র:নং মঞ্চায়ন তারিখ দলের নাম নাটক
১. ০১-১১-২০১৩ থিয়েটার (আরামবাগ) বঙ্গবালার হাটে
২. ০২-১১-২০১৩ আরশীনগর সে রাতে পূর্ণিমা ছিল
৩. ০৩-১১-২০১৩ অঙ্গীকার নাট্যদল কন্যাপন
৪. ০৪-১১-২০১৩ সেন্টার ফর এশিয়ান থিয়েটার দি মেটামরফোসিস
৫. ০৫-১১-২০১৩ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ
৬. ০৬-১১-২০১৩ নাট্যধারা গররাজি কবিরাজ
৭. ০৭-১১-২০১৩ নাগরিক নাট্যাঙ্গন, বাংলাদেশ প্রাগৈতিহাসিক
৮. ০৮-১১-২০১৩ দেশ নাটক জনমে জন্মান্তরে
৯. ০৯-১১-২০১৩ প্রাঙ্গণেমোর রক্ত করবী
১০. ১০-১১-২০১৩ পদাতিক নাট্য সংসদ টি.এস.সি ম্যাকবেথ
১১. ১১-১১-২০১৩ দৃষ্টিপাত নাট্য সংসদ প্রতিষ্ঠাবার্ষিকী ও নাগর আলীর কিচ্ছা
১২. ১২-১১-২০১৩ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ
১৩. ১৩-১১-২০১৩ সংলাপ গ্র“প থিয়েটার বদনাম
১৪. ১৪-১১-২০১৩ নাট্যচক্র গোয়ার
১৫. ১৫-১১-২০১৩ সময় শেষ সংলাপ
১৬. ১৬-১১-২০১৩ ঢাকা থিয়েটার বিনোদিনী
১৭. ১৭-১১-২০১৩ উদীচী বৌ বসন্তী
১৮. ১৮-১১-২০১৩ স্বপ্নদল চিত্রাঙ্গদা
১৯. ১৯-১১-২০১৩ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ
২০. ২০-১১-২০১৩ প্রাচ্যনাট রাজা এবং অন্যান্য
২১. ২১-১১-২০১৩ পালাকার নারীগণ
২২. ২২-১১-২০১৩ লোকনাট্যদল (সিদ্ধেশ্বরী) লীলাবতী আখ্যান
২৩. ২৩-১১-২০১৩ সুবচন মহাজনের নাও
২৪. ২৪-১১-২০১৩ নাট্যম রেপার্টরী দমের মাদার
২৫. ২৫-১১-২০১৩ ষ্টেজ ওয়ান সূচনা
২৬. ২৬-১১-২০১৩ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ
২৭. ২৭-১১-২০১৩ থিয়েটার মুনীর চৌধুরী সম্মাননা ও মোঃ জাকারিয়া পদক
২৮. ২৮-১১-২০১৩ নাগরিক নাট্য সম্প্রদায় গ্যালিলিও (কারিগরী)
২৯. ২৯-১১-২০১৩ নাগরিক নাট্য সম্প্রদায় গ্যালিলিও (উদ্ভোধনী)
৩০. ৩০-১১-২০১৩ দ্যাশবাঙ্গলা থিয়েটার সারস ডানায় পরান পাখি
জাতীয় নাট্যশালা স্টুডিও থিয়েটার হল নভেম্বর-২০১৩ মাসের বরাদ্দের তালিকা:
ক্র:নং মঞ্চায়ন তারিখ দলের নাম নাটক
১. ০১-১১-২০১৩ মহাকাল নাট্য সম্প্রদায় শিখন্ডী কথা
২. ০২-১১-২০১৩ তীরন্দাস নাট্যদল কণ্ঠনালীতে সূর্য
৩. ০৩-১১-২০১৩ আ: আ: মামুন থিয়েটার স্কুল প্রাক্তনী গড়োর প্রতীক্ষায়
৪. ০৪-১১-২০১৩ আরণ্যক নাট্যদল পুতুল কথন
৫. ০৫-১১-২০১৩ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ
৬. ০৬-১১-২০১৩ বর্ণালী থিয়েটার চাওয়া পাওয়া
৭. ০৭-১১-২০১৩ জ্যোতি নাট্য সম্প্রদায় বুড়োশালিকের ঘাড়ে রোঁ
৮. ০৮-১১-২০১৩ নাগরিক নাট্য সম্প্রদায় ছায়ানট/ঘাসিবাম কোতয়াল
৯. ০৯-১১-২০১৩ প্রাচ্যনাট মায়ের মুখ
১০. ১০-১১-২০১৩ নাটুকে তমসা
১১. ১১-১১-২০১৩ নবশব্দ থিয়েটার মাল্যদান
১২. ১২-১১-২০১৩ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ
১৩. ১৩-১১-২০১৩ ইস্টার্ন ইউনিভার্সিটি ড্রামা এন্ড থিয়েটার ফোরাম কেনারাম বেচারাম
১৪. ১৪-১১-২০১৩ অবয়ব নাট্যদল বিষাদ সিন্ধু
১৫. ১৫-১১-২০১৩ শূন্যন লাল জমিন
১৬. ১৬-১১-২০১৩ উদীচী নাটক বিভাগ হত্যার শিল্পকলা/দাফন
১৭. ১৭-১১-২০১৩ হঠাৎ নাট্য সম্প্রদায় পাদুকা বর্জন
১৮. ১৮-১১-২০১৩ থিয়েটার-৭১ শিকড়ে ক্যান্সার
১৯. ১৯-১১-২০১৩ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ
২০. ২০-১১-২০১৩ নাট্য প্রয়াস সুবচন নির্বাসনে
২১. ২১-১১-২০১৩ নন্দন কানন তাহাদের কথা
২২. ২২-১১-২০১৩ বটতলা খনা
২৩. ২৩-১১-২০১৩ নাট্যধারা আয়রা বিবির পালা
২৪. ২৪-১১-২০১৩ চারুনীড়ম থিয়েটার আরশোলা/নানা রংয়ের দিন
২৫. ২৫-১১-২০১৩ নাট্যদীপ কর্ণ সংবাদ
২৬. ২৬-১১-২০১৩ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ
২৭. ২৭-১১-২০১৩ সংস্কার নাট্যদল আজকের সাজাহান
২৮. ২৮-১১-২০১৩ নর্দান থিয়েটার কৃষ্ণ শকুন
২৯. ২৯-১১-২০১৩ জেন্টলম্যান প্যান্টোমাইস মিনসএ্যারাউন্ড
৩০. ৩০-১১-২০১৩ পদাতিক নাট্যসংসদ, টি.এস.সি কালের যাত্রা