হঠাৎ করেই খুলে দেয়া হয়েছে শিল্প কারখানা। লকডাউন কার্যকর রেখেই ১ আগষ্ট থেকে গার্মেন্টস খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পরেছেন শ্রমিক শ্রেণির প্রতিটি মানুষ।গণপরিবহন বন্ধ রেখে শিল্পকারখানা খুলে দেয়ার এই সিদ্ধান্তকে মড়ার উপর খড়ার ঘাঁ বলে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকামুখী শ্রমিকরা।
৩১ জুলাই শনিবার সকাল থেকেই বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গার্মেন্টস কারখানা ১ আগষ্ট থেকে খুলে দেয়ার সংবাদে তাদের মধ্যে দ্রুত কাজে যোগদানের জন্য একধরনের অনিশ্চয়তা ও অস্থিরতা কাজ করছে। গণপরিবহন বন্ধ, অথচ রাতের মধ্যে ঢাকা পৌঁছে সকালে অফিস ধরতে হবে। তানা হলে চাকুরী থাকবেনা। এমন পরিস্থিতিতে ছোট ও ধীরগতির বাহনে ভেঙে ভেঙে পৌঁছাতে হবে গন্তব্যে। মোটরসাইকেল ও লুকিয়ে চলা মহেন্দ্র, অটোরিকশা এবং পণ্যবাহী পিকআপ বা ট্রাকের সাথে চুক্তি করে দিগুণ তিনগুণ ভাড়া দিয়ে তাদের এই যাত্রা যে কতটা কষ্টকর তা শুধু ভুক্তভোগীই বুঝতে পারবেন।সাথে বৃষ্টি যেন পরম শত্রু।
পটুয়াখালী থেকে ছোট্ট ট্রাকে করে ১৫ জন যাত্রী যাবেন ঢাকার গাজীপুর ও নারায়নগঞ্জে। মাথাপিছু ১০০০/ টাকায় চুক্তি এই গার্মেন্টস শ্রমিকদের একজন হৃদয় জানালেন, সকালে ডিউটি ধরতে না পারলে চাকুরী থাকবে না।তাঈ আমাদের এখন তিনগুণ ভাড়া গুণতে হচ্ছে।
একই কথা বলেন চট্টগ্রামের যাত্রী মিজানুর। পরিবারসহ তিনি ভোলা থেকে এসেছেন নথুল্লাবাদ পর্যন্ত। মোটরসাইকেলে দু হাজার টাকায় এখানে এসে এখন ট্রাকের পিছনে ছুটছেন।
নথুল্লাবাদ ছাড়িয়ে ট্রাকের দীর্ঘ জট তৈরি হয়েছে কাশিপুর চৌমাথা পর্যন্ত। যাত্রীদের অনেকেই এসময় বিআরটিসি কাউন্টারে ভিড় করে কয়েকটি গাড়ি চালুর দাবী জানান।যাত্রীদের দাবীর সাথে সহমত পোষণ করে বিএনপি বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেন, করোনাকালিন সংকটে সরকারের প্রতিটি সিদ্ধান্ত গরীবের টুটি চেপে ধরার শামিল হয়েছে। প্রথমদিকে শিল্পকারখানা খোলা রেখেই লকডাউন দেয়ায় গণপরিবহন বন্ধ হলে খেটে খাওয়া মানুষের ভোগান্তি শুরু হয়। বাজারে চাল ডাল তেলের দাম বেড়ে যায়। এরপর শিল্পকারখানা সহ সবকিছু বন্ধ ঘোষণায় শ্রমিকদের চরম ভোগান্তি। কারণ তাদের ঘরেতো পর্যাপ্ত খাবার নাই। বেশিরভাগ শ্রমিক তখন গ্রামে আশ্রয় নেওয়াটাই স্বাভাবিক।
এখন আবার গণপরিবহন বন্ধ রেখেই শিল্পকারখানা খুলে দেয়ার এই সিদ্ধান্ত শুধু হঠকারিতাই নয়, গরীব মানুষগুলোর জীবন ও জীবীকার সাথে মশকরাও।