বেহুদা রাত্রির ভৎর্সনায় দাঁড়িয়ে যায় স্মৃতির মিনার
বিরহ সংগীত শুনে বোধের আঙ্গুল গুণে স্তন চুষতে থাকে দু্গ্ধপোষা শিশু
উত্যক্ত রাত্রির নাগরিক শোকে আমার মা হয়ে গেছে জলের শরীর।
সভ্য সমাজে কামের আগুনে পুড়ে ভেঙ্গে গেছে পাথরের ঘুম
বেআব্রু স্বপ্নরা উনুনে পড়ে হয়ে যায় সভ্যতার তিলক।
মায়ের চোখে আর ঘুম নেই, তিনি এখন সর্বংসহা
সরীসৃপ চোখ, নির্বাক কণ্ঠ আর স্বপ্নে ঠাসা ভাঙ্গা স্যুটকেস নিয়ে
তিনি এখন দিব্যি হেঁটে বেড়ান শহরময়।