আরিফ আহমেদ : কি হবে ২৫ অক্টোবর? কি হতে যাচ্ছে বাংলাদেশে? এ পশ্ন এখন দেশজুড়ে প্রায় সকলের। শুধু দেশেই নয় বিদেশে বসে বন্ধু-আত্মিয়রা জানতে চান কি হচ্ছে ওখানে? মালয়েশিয়া থেকে ফোন করে বন্ধু বেলায়েত জানতে চায়- ২৫ অক্টোবর দুই জোটই নাকি ঢাকায় সমাবেশ করছে? তবে কি ঢাকায় ঐ দিন ১৪৪ ধারা জারি হবে?
বৃহস্পতিবার সন্ধ্যায় নীলখেতে সংলগ্ন গাউসুল আজম সুপার মার্কেটের ব্যবসায়ীদের এই নিয়েই আলোচনায় মগ্ন থাকতে দেখা যায়। ঈদের পর তারা দোকান খুলবেন কি খুলবেন না। ব্যবসা বাণিজ্য চলবে কি চরবে না? এ নিয়ে আতঙ্কিত এখানের ব্যবসায়ীরা। একই চিত্র রোডজ্যামে আটকে পড়া বাসের ভিতর। উপচেপরা ভিড়েও যাত্রীদের আলোচনার বিষয় ছিল ২৫ অক্টোবর। আওয়ামীমনা যাত্রীদের কেউ কেউ বলছেন, আরে ভাই কি আর হবে? বিএনপি কি কখনো কোনো আন্দোলনে ভালো করেছে। এত এত সুযোগ পেয়েও হাতছাড়া করেছে।
অন্যজন বলছে- এটা ঠিক, আওয়ামী সন্ত্রাসীদের দেখে বিএনপিকর্মীরা ভয়ে পালাবে দেখবেন। এভাবেই ২৫ অক্টোবর নিয়ে উত্তপ্ত বাসযাত্রীরাও।
একদিকে ১৮ দলিয় জোটের সমাবেশ অন্যদিকে একই দিনে মহাজোটের ক্ষমতাপূর্তির মহার্যালীর ঘোষণা হয়েছে ২৫ অক্টোবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, ২৫ অক্টোবর ঢাকা সমাবেশ করা নিয়ে দলে আলোচনা চলছে। তবে আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হয়নি।
অন্যদিকে যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল জানিয়েছেন, ঢাকার সমাবেশে সারা দেশের নেতাকর্মীরা যোগ দেবেন। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে বক্তব্য রাখবেন। তবে ২২ অক্টোবর বরিশালের জনসভা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্বান্ত দেবেন দেশনেত্রী।
১০ অক্টোবরের বর্ধিত সভা শেষে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি-জামাত যে কর্মসূচি দেবে, আমরা তার পাল্টা কর্মসূচি দেব। ঈদের পর ধারাবাহিকভাবেেআরো কর্মসূচি আসছে।
জোট-মহাজোটের এই পাল্টাপাল্টি বক্তব্য সাধারণ মানুষের মনে আরো বেশি আতঙ্ক তৈরি করছে। যার প্রভাব পড়তে শুরু করেছে ঈদ বাজারে। ইতোমধ্যেই পুনরায় চালের দাম বেড়েছে কেজি প্রতি .৫০ থেকে ১/২ টাকা। গরুরহাট ও ট্রাকভর্তি গরুতো এখন প্রতিদিন পত্রিকার সংবাদ। মাছ-মাংসের কাছে ঘেঁসতে পারেনা আমজনতা। ওটা এখন শুধু বিত্তবাণদের খোড়াক।
ড. পিয়াস করিম, ড.শাহদিন মালিক, ইফতেখারুজ্জামানসহ বিশেষজ্ঞদের মতে, এমনাবস্থা চলতে থাকলে অকল্পনীয় কিছুই ঘটবে বাংলাদেশে। আমহনতার বিস্ফোরণ সবসময় ভয়ঙ্কর হয়। ইতিহাস যার সাক্ষ্য বহন করছে। পাল রাজবংশের সূচনা, ৯০-এর গণ আন্দোলন যার অন্যতম দৃষ্টান্ত।