গত ১৪ এপ্রিল ২০১৫ দেশের অগ্রনী শিল্প-প্রদর্শনালয় বেঙ্গল গ্যালারী অব্ ফাইন আর্টস পনেরো বছর অতিক্রম করেছে। এরই ধারাবাহিকতায় বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস ৫ জুন ২০১৫ থেকে শিল্পী তাহেরা খানমের ‘বেলা অবেলার রঙরাগিণী’ (ঈড়ষড়ঁৎ, জযধঢ়ংড়ফু ধহফ গবসড়ৎরবং ড়ভ ঞরসব) শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টায় বেঙ্গল শিল্পালয়ে (বাড়ী # ২৭৫/এফ, রোড # ২৭ পুরাতন, ধানমন্ডি, ঢাকা) যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর এবং শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্পী তাহেরা খানম এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৪৮টি এবং প্রদর্শনী আগামী ২৫ জুন ২০১৫ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
শিল্পী তাহেরা খানম তাঁর সময়ের এগিয়ে থাকা মানুষ, যেন বিরুদ্ধ-স্্েরাতে লড়তে থাকা এক প্রত্যয়ী নাবিক। নারীর প্রতি পঞ্চাশের দশকে যে বৈরী দৃষ্টিভঙ্গি ছিল, তা তাঁকে খুব একটা দমিয়ে রাখতে পারেনি। শিল্পচর্চায় ঝোঁক ছিল, সাংস্কৃতিক পরিম-লের বলয়ে থেকে নিজের মননের উন্মেষ ঘটিয়েছিলেন বিশেষভাবে। সেতার শেখায় সাধনা ছিল, তবে চিত্রকলায় খুঁজে পেয়েছিলেন যাপিত জীবনের বোধ, আবেগ আর প্রশ্নের সন্ধান। সমাজব্যবস্থার রক্তচক্ষু, তাৎপর্যপূর্ণ রাজনৈতিক-সাংস্কৃতিক পরিবর্তনের প্রবণতা, সাংসারিক-অর্থনৈতিক হিসাব-নিকাশের নানা টানাপড়েন সত্ত্বেও তাহেরা চৌধুরী চিত্রচর্চায় আগ্রহ স্থির করেছিলেন। জীবনসঙ্গী কাইয়ুম চৌধুরীকে চিত্রসৃষ্টিতে অবিরত উৎসাহ জোগাতেন, তবে নিজের চিত্রকর্ম নিয়ে খুব একটা সরব ছিলেন না। জীবনচক্রের নানা ঘাত-প্রতিঘাতে চিত্রচর্চায় হয়তো যতি পড়েছিল, হয়তো স্বভাবজাত অন্তর্মুখিনতা তাহেরা চৌধুরীর শিল্পীসত্তার পূর্ণতা প্রাপ্তিতে বাধা হয়েছিল, তথাপি নীরব চর্চার মাধ্যমে নিজের একটি আলাদা চিত্রভাষা নির্মাণে তিনি সচেষ্ট ছিলেন।
২০০৩-এ প্রথম একক প্রদর্শনীর দীর্ঘদিন পর বেঙ্গল গ্যালারিতে তাঁর বেলা অবেলার রঙরাগিণী চিত্রপ্রদর্শনী আয়োজিত হচ্ছে। প্রকৃতির নানা অনুষঙ্গ, ফুল, বৃক্ষ, পর্বত, পাখি যেমন তাঁর চিত্রপটে এসেছে, তেমনি মাছ, জল, নৌকা, আকাশ ইত্যাদি নানা বিষয়কেও তিনি মোটা রেখা এবং সরল আকারে চিত্রিত করেছেন। পারিপার্শ্বিক নানা চরিত্রের দেখা যেমন মেলে তাঁর চিত্রে, তেমনি এসব চরিত্রের সঙ্গে প্রকৃতির নানা উপাদানের যে প্রহেলিকাময় রসায়ন, তারও উপস্থিতি দৃশ্যমান হয়। মানবীয় সম্পর্কের নানা অদ্ভুত বৈপরীত্য তাহেরা খানমের শিল্পমানসে উত্তর-অন্বেষণ করে।