তখন ছিল রাত দুটা
ঘুমিয়ে পড়েছে সবাই
শুধু দীপালির চোখে ঘুম নেই।
বিছানা থেকে জানালা দিয়ে
আকাশের দিকে তাকিয়ে
দ্যাখে অপূর্ব বিশালাকায়
পূর্ণিমা চাঁদ জেগে রয়
সাদা মেঘরা চাঁদের পাশ দিয়ে
উড়ে উড়ে চলে যায়
মাঝে মাঝে মেঘেরা
চাঁদের আলো ঢেকে দ্যায়।
কিসের শব্দ?
একটি জীপ
খটমট খটমট
বুটের আওয়াজ
দরজায় লাথি
রাইফেল তাক
চেঁচিয়ে উঠে
“বান্ধ কারো বাকোয়াজ”।
দুম! দুম!! দুম!!!
বাবা-মা-ভাই গুম
ভয়ে জড়সড় দীপা
ওদিকে গোঁফে যায় জিহ্বা
টেনে তুলে নেয় জীপে
ব্যারাকে যেয়ে সব যাবে নিভে।
গাড়ী চলে গেল
পূর্ণিমা চাঁদ এখনও জেগে রয়
সাদা মেঘেরা এখনও
চাঁদের পাশ দিয়ে উড়ে উড়ে যায়
মাঝে মাঝে মেঘেরা
চাঁদের আলো ঢেকে দ্যায়।