শীগ্রই বাজারে আসছে ‘জল ও জলের তরঙ্গ’
প্রশান্ত মৃধার উপন্যাস ‘জল ও জলের তরঙ্গ’ মেলায় আসবে কদিনের ভেতরে। প্রকাশক: শুদ্ধস্বর। প্রচ্ছদ : তৌহিন হাসান। দাম : ২১০ টাকা।
ফ্ল্যাপ থেকে : সময়ের একটা তরঙ্গ আছে। সেই তরঙ্গে ঘুরপাক খায় মানুষের জীবন। এই ঘুরপাকের চোরাস্রোতে আটকে পড়া মানুষ খেই হারিয়ে হাতড়াতে থাকে তার অতীত-বর্তমান-ভবিষ্যৎ। যেমন হাতড়ায় এই আখ্যানের গণেশ, গোকুল আর গৌরী। জল আর জালের সঙ্গে দোস্তালির যে জীবন কেনই-বা আজ তা ডাঙায় তড়পায়! কোন্ সে কার্যকারণে নড়ে যায় সম্পর্কের ভিত? সেই কারণ কি রাষ্ট্রিক নাকি ব্যক্তিক নাকি তারও বাইরের কিছু। অস্তিত্বের এই সংকট আর দিববদলের কুটিল বাস্তবতায় উত্তর দিকের বলেশ্বর নদ ছেড়ে জল ও জালের তরঙ্গের বিস্তরণ ঘটে আর দক্ষিণে—যেখানে ওত পেতে আছে স্বপ্ন কিংবা দুস্বপ্নের নোনা ঢেউ।