বরিশালের নথুল্লাবাদ পয়েন্টে একজন করোনা পজেটিভ রোগীকে ঔষধসহ আনুষাঙ্গিক সহযোগিতা দিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান। কঠিন লকডাউনের ২য়দিন ২ জুলাই শুক্রবার জনগণের অপ্রয়োজনীয় পথচলা আটকাতে গিয়ে তিনি করোনা পজিটিভ রোগীর মুখোমুখি হন। রোগী রূপালী ব্যাংক এর কর্মকর্তা মেহেদী হাসান (২৭) জানান, তার বাড়ি গৌরনদীর টরকীতে, লকডাউনের আগেই তার শরীরে করোনার সিনটম দেখা দিলে তিনি পরীক্ষার জন্য যান। গত ১ জুলাই রিপোর্ট পজিটিভ ধরা পড়ায় তিনি কাশীপুরের ভাড়া বাড়িতে একাই থাকেন। সাহায্যের জন্য কাউকে না পেয়ে নিজেই মোটরসাইকেল চালিয়ে ঔষধ ও আনুষঙ্গিক কিছু ক্রয়ের জন্য বের হলে নথুল্লাবাদ পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের সম্মুখীন হন। তিনি করোনা পজিটিভ শুনে ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান নিজে ব্যস্ত হয়ে তাকে সহোযোগিতা দিতে এগিয়ে আসেন।
মেহেদী হাসান নিজেই টাকা দিয়েছেন, আমি শুধু আমার রোক দিয়ে আনিয়ে দিয়েছি বলে জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান। তিনি সকাল থেকে রূপাতলী হয়ে নথুল্লাবাদ পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন। তিনি জানান, আমরা কাউকে আটক করছিনা, কাউন্সিলিং করে ছেড়ে দিচ্ছি। তবে আজ ৫ জনকে জরিমানা করেছি। আর পুলিশ বেলা বারোটা পর্যন্ত নথুল্লাবাদ পয়েন্টে ৪ টি ও রূপাতলী পয়েন্টে ২ টি মামলা করেছেন।