নীরব মনের নিভৃত কোণে
…………….অরুণ কারফা
নীরব মনের নিভৃত কোণে
যে স্মৃতি রাখা আছে যতনে
আজ দংশন করে সেগুলো,
তখন ছিল যারা রতন
দেখিয়েছিল কত না স্বপন
শেষকালে হল শুধুই ধুলো।
আমি কিন্তু সেই ধুলোর জগতে
বাস্তব খুঁজি দিবসে নিশীথে
যদিও পাই পোড়ামাটি,
যেহেতু আজও বিশ্বাস করি
খেলার ছলে গহনা গড়ি
সে ধুলো সোনার চেয়েও খাঁটী।।