ফারুক নওয়াজ
গোলাপ তুমি ফোটো, পারুল তুমি ফোটো…
এই আমাদের সাগর-ঘেঁষা দেশটা তো খুব ছোটো;
দাও সুরভি, রঙের ছোঁয়া; ছড়াও সবার প্রাণে
সবাই সবার এই কথাটি বোঝাও ঘ্রাণে-ঘ্রাণে।
কোয়েল তুমি ডাকো, দোয়েল তুমি ডাকো…
এই আমাদের দেশটা যেন স্বর্গলোকের সাঁকো ;
দাও মায়াবী সুরের সুধা; মিষ্টি গানের শিসে
দ্বন্দ্বে ভরা মনগুলো পাক ছন্দ-সুখের দিশে।
শিশিরভেজা শিউলি তুমি ভোরের আলোয় হাসো
শেষ বিকেলের বাতাস তুমি ওম ঝরিয়ে ভাসো
ঝিল্লি তুমি ঝাঁঝর শোনাও, জোনাক তুমি জ্বলো;
সবাই সবার; মন্ত্রখানি সবার কানে বলো।
নীল কুয়াসার চাদর ছিঁড়ে আবীর ছড়াও শশী…
দাও জানিয়ে, ভালোবাসায় হার মেনে যায় অসি।
আকাশ তুমি হৃদয় খুলে শেখাও বিশাল হতে;
হচ্ছি না তো হৃদয়খোলা আমরা কোনো মতে !
ধর্ম থাকুক মাথার ওপর, হৃদয় বুকের ভাঁজে।..
কর্ম দিয়ে দিয়ে পৌঁছে যাবো সবাই সবার মাঝে।
ছায়ায় আঁকা মায়ায় মাখা এই আমাদের মাটি;
দ্বন্দ্ব ভুলে সবাই এসো হাত ধরে সব হাঁটি।