জন্মদাগ : রেজাউদ্দিন স্টালিন

সাহিত্য বাজার

Sharing is caring!

জন্মদাগ
রেজাউদ্দিন স্টালিন

জন্মেছি ৫০ বছর ধরে প্রতিটি প্রহরে,
কেন এই জন্মদগ্ধ, সময়ের মুখ মনে রাখা ?
জন্ম না হলেও থাকতো পৃথিবী স্বচ্ছল,
থাকতো সকাল-সন্ধ্যা নক্ষত্রের নাতিদীর্ঘ আয়ু।

৫০ বছর ধরে মৃত্যু আর হিম মনে রাখা
কি যে কষ্টকর; কি যে মর্মান্তিক হে কবি
সাদা পৃষ্ঠা জুড়ে হাহাকার জন্ম দিয়ে যাওয়া ;
এই বঙ্গদেশে ব্যর্থতার বীজ বুনে যাওয়া।

মাটি নেই, উর্বরতারহিত ভূমিতেÑ
কবি কি ফোটাতে পারে জন্মফুল-রক্তলাল কিছু ;
কবি কি ঈশ্বর নাকি, ক্ষুধা-তৃষ্ণা নেই,
কেবলি সততা চাও, মহত্ব মমত্ব চাও ?
৫০ বছর ধরে এইসব বিনম্র ভাবনা গেছে মরে
৫০ বছর ধরে ধারালো চুম্বন করেছি সৃজন
জন্মদাগ মুছে দেবো বলে।
আমরা তো বাঙালি
আসলাম সানী
চলো আজ আমরা সমবেত হই
ঐক্যবদ্ধ হই একবৃত্তে
এক বৃক্ষেও ফুল হয়ে সৌরভ ছড়াই
স্বপ্ন বিলাই পৃথিবীময়;

মানবতা-শান্তি আর সত্যেও গান গাই
সম্মিলিত কণ্ঠে মুভের কাব্য উচ্চারণ করি,

আকাশের সব রং আমাদের চেতনার তুলিতে মেখে
সভ্যতা আর সফলতার
স্বার্থক এক বিশাল ছবি আঁকি
রেখে যাই এসো আগামীর জন্যে;

আমাদেও কালজয়ী সব অর্জন-কর্ম-কীর্তি
ইতিহাস-ঐতিহ্য মহাকালের আলোকিত অধ্যায় হোক

উচ্চাকিত উদ্দীপ্ত স্বপ্নবিলাশী হই সৌভ্রাতৃ উৎসবে
আমরা তো বাঙালি সাড়ে তিন হাজার বছরের
বিমুগ্ধ অভিযাত্রায় গাঁথি বাহান্ন-একাত্তরের
দুঃসাহসী মাইল ফলক অমর-অক্ষয়।

Print Friendly, PDF & Email

Sharing is caring!