খুলনায় রবি’র মাসব্যাপি বইমেলা
’বই পড়ুন জীবন গড়ুন’ স্লোগানে শিল্প নগরী খুলনায় মাসব্যাপী ‘একুশে বইমেলা, খুলনা ২০১৪’ শুরু হয়েছে। সম্প্রতি নগরীর বিভাগীয় সরকারী গ্রন্থগার চত্বরে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসন আয়োজিত এই মেলা তৃতীয় বারের মত স্পন্সর হিসেবে রয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মেলার সাথে যুক্ত হওয়ায় রবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আশা করি এই মেলার মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বই পড়ার দিকে আগ্রহ পাবে।’
খুলনা নগরীতে জেলা প্রশাসন ২০০৯ সাল থেকে নিয়মিত এই মেলার আয়োজন করে আসছে।
খুলনা বিভাগীয় কমিশনার আনিস মাহমুদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার পুলিশ সুপার গোলাম রউফ খান, ভাষা সৈনিক শামির আহমেদ, মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইউম ও রবি আজিয়াটা লিমিটেডের খুলনা অঞ্চলের ম্যানেজার তরিকুল ইসলাম।
মেলায় কবিতা, গল্প, উপন্যাসসহ শিল্প সাহিত্যের বই নিয়ে ৭৪টি স্টল সাজানো হয়েছে। দর্শনার্থীরা ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বই দেখার ও কেনার সুযোগ পাবেন।