আবদার রশীদ
কেউ কি জানে কখন বসে
তেঁতুল পাতায় ন’জন ?
পটল পেলে সবাই তো খায়,
তুলতে জানে ক’জন ?
গুড়ের, পাটের, সব দালালের
সবাই রাখে খবর,
কেউ কি জানে কোথায় থাকে
আসল দালাল ‘ফপর’ ?
সবার কেবল ঘরের খেয়ে
মোষ তাড়ানোর রোগ
কেউ কি জানে কখন ঢোকে
বাঘের ঘরে ঘোগ ?
ধোপার কুকুর কেউ জানে না
ঘাটকা, নাকি ঘরকা,
সবাই কেবল তেল দিতে চায়
পেলেই পরের চরকা !