কাজী কেয়ার কবিতা

অতিথি লেখক

Sharing is caring!

কাজী কেয়ার কবিতা

কথা ছিল

কথা ছিল- একসাথে সমুদ্র দেখার।
সমুদ্রের ঢেউও গোনা হয়নি ,
হৃদয়ের আকাশে
এক সমুদ্র মেঘ জমেছে-
বৃষ্টি নেমেছে,
জল জমে কাদা হয়েছে,
চোখের জমিনে-
বৃষ্টির দাগ মোছেনি।
নদীর তীরে
অবারিত সবুজের ভীড়ে,
হয়নি হেঁটে যাওয়া একসাথে।

সকাল-দুপুর-সন্ধ্যা
একটাই আকাশ দেখি,
এক-থালা চাঁদ আর
তারা ভরা রাতে,
তারাগুলো জেগে থাকে
আমাদের সাথে।

রাত জেগে কাটে প্রহর-
তবুও হয়না কথা,
হয়তো আমাদের সব কথাই
গেঁথে আছে গল্প গুলোয়,
সময়ের ধারাপাতে।
শেষ হলো যে কথা,
সে কবে কার কথা?
মনে পড়ে না তাই-
কথাদের জন্মতারিখ।

কি দেব তোমায়

কি বা দেবার আছে আমার;
কি দেব তোমায়?
রবি ঠাকুরের অঝর কবিতা
বৃষ্টিরগান, নদীর গল্প,
তা-ও অল্প বিস্তর আছে জানা
কিছু কাজী নজরুল।
লালনের মনো সংগীত।
ভাটিয়ালি বাউল মিথ।
ছোট বেলায় দাদুর কাছে,
শুনেছি গজল আধ্যাত্মিক।
আজও এগুলোই সম্বল আমার।
জ্ঞান বলতে তেমন কোন যোগ্যতা নেই।
আছে ধার করা আওড়ানো বুলি।
তোতা পাখির মত আজও আওড়ায়।
তাই শুনে সক লে ভাবে,মহাজ্ঞানী।

জ্ঞানী হলে মহাশূন্যে ভেসে বেড়াতাম
চলে যেতাম নাশাই, মঙ্গল গ্রহের
স্বপ্নীল,আনাচে কানাচে।
নীল মেঘের দিপে। চাঁদের মাটিতে,
জয় করতাম এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ।
কি আছে আমার। প্রাণ হীন হৃদয়।
কুৎসিত চেহারারএক বিশাল দেহ।
তবে আমি একটুকুও বিচলিত না
প্রভুর কাছে সর্বদাই কৃতজ্ঞ থাকি।
আছে একটা সম্বল!
সেটা প্রভুর দান, মানবতা।।
হয়তো শুনে অবাক হচ্ছ।
তোমার অবাক হওয়ারই কথা।
কারণ তুমি আজও তার প্রমান পাওনি ।
এখন আমি অন্য মানব।
মানবতাটুকুও হারিয়েছি। শূন্যেবেঁচে
থাকার মতো বেঁচে আছি
একটি বায়বীয় মন নিয়ে।
চোখে অজস্র স্বপ্ন। নীল আকাশের,
লাল সবুজ বেগুনি সাত রাঙা রংধনুর মত।
স্বপ্নগুলোই সম্বল আমার ।
স্বপ্ন আছে বলেই বেঁচে আছি
সবুজ পৃথিবীর নীড়ে।।

রোজ নামচা

রোজ ভোরের আকাশ দেখি
ব্যালকনিতে এসে।
হিম হীমানো মিষ্টি হাওয়ায়
দুল লো পাতা হেসে।
প্রভুর কাছে বায়না আমার
এই পৃথিবীর জন্য।
ফুল পাখিদের মিলন মেলায়
হই যেন জীবন্য।
পাখির গানে ভরিয়ে দিল
মনের মখমালি
ফুলে ফুলে সাজিয়ে দিল
প্রফুল্ল অঞ্জলি।

আকাশ যখন আলোয় মাতে
প্রভুর হাসি মুখ।
প্রার্থনা রোজ পূর্ণ হলে,
হৃদয় ভরা,সুখ।
হৃদয় মনে শান্তি আসে
প্রভুর ভালোবাসায় ।
তাইতো সুখে জীবন ভরে
কান্না এবং হাসায়।
এই প্রকৃতির ভালোবাসায়
সিক্ত করি,মন।
প্রভুর দয়া কুড়িয়ে নিয়ে
বাঁচবো আজীবন।।

Print Friendly, PDF & Email

Sharing is caring!