কবি স্বাধীন চৌধুরী’র কবিতা : মনপোড়া ভূমি

সাহিত্য বাজার

Sharing is caring!

Swadeen-pic

কবি স্বাধীন চৌধুরী

এই ঘর আজ আগুনের ঘর-
মনপোড়া ভূমি, অনাবাদী অন্ধকার
ছাইভস্ম-তিরোধান – এইখানে শ্মশান ছায়া
বিভীষিকা তারও চেয়ে বেশি!

মানুষই তো হয় মানুষের বন্ধু চিরকাল
অথচ কী ভয়ঙ্কর হিংস্রতার থাবা আজ
এই মানুষের দেহ ও মনে
মানবিকতার কী নির্মম মৃত্যু এইখানে দেখে যাও
নদীর স্বচ্ছজলে দেখে যাও সেইসব হায়ানাদের মুখচ্ছবি
ও পুলিশ, ও নিরাপত্তা প্রহরী
ওদের চিনতে তোমাদের ভুল হয়ে যায়
ও মহান রাষ্ট্র ওদের চিনতে তোমার ভুল হয়ে যায়
ধর্মগুরুরাষ্ট্রের ছায়ায় বাড়তে থাকে
সাম্প্রদায়িকতার বিষবৃ এক
মানুষগুলো হতে থাকে মানবিকধর্মহীন
৫৬ হাজার বর্গমাইল জুড়ে অনিশ্চয়তা বাড়ে তোমার আমার
পাশবিক তান্ডব বাড়ে মানচিত্রজুড়ে, মেঘ জমে মাথার উপর
মানুষের আগুনে আজ মানুষ পোড়ে
ছাইয়ের ভেতর দেখো কী কঠোর অগ্নি জ্বলে!

Print Friendly, PDF & Email

Sharing is caring!