ও আমার গ্রামবাসী, জেলাবাসী এবং আমার
দেশের সকল মুসলমান…
আছেন যত ভাই বোনরা ; হিন্দু -বৌদ্ধ এবং খ্রিস্টান।
সৃষ্টিকর্তার কসম লাগে, কসম যীশু আর ভগবান
ধর্ম-জাতের দন্দ্ব ভুলে, স্বার্থ সিদ্ধির হিস্যা তুলেে
একবার শুধু মানুষ হোন।।
পানির কোনো ধর্ম যে নাই
রক্তের রং সবারই লাল
আরব কিম্বা ইউরোপ যাই, সবখানেই
গড়িয়ে চলে নদীর জল।
আকাশটাতো একাটই আছেে
এক বাতাসেই নিচ্ছি সবাই শ্বাস-প্রশ্বাস
এক পৃথিবীর স্রষ্টাও যে এক
তবে কেন, কিসের এত করছি সংঘাত?
ধর্ম নিয়ে হানাহানি
খুনাখুনি
জাত বেজাতের দেয়াল।
সবটাই যে ব্যবসায়ী আর
রাজনীতিকদের
ইচ্ছে খুশি খেয়াল।।